‘হ্য’ থাকলে ‘জ্ ঝো’ হবে

শব্দের মধ্যে ‘হ্য’ থাকলে তা ‘জ্ + ঝো’-রূপে উচ্চারিত হবে।

যেমন: বাহ্য। এ শব্দটির উচ্চারণের ক্ষেত্রে ‘হ্য’ স্থানে ‘জ্ ঝো’ বসালে দাঁড়ায় ‘বাজ্ ঝো’। সুতরাং এর উচ্চারণ হবে ‘বাজ্ ঝো’ (‘বাহ্ হো’ নয়)।

আরও উদাহরণ:
সহ্য (শোজ্ ঝো), দাহ্য (দাজ্ ঝো), গ্রাহ্য (গ্রাজ্ ঝো), লেহ্য (লেজ্ ঝো)।