Warning: Trying to access array offset on value of type bool in /home7/bananandolon1/public_html/wp-content/themes/compact-one/core/hooks/wp-head-hooks.php on line 147

সামগ্রিকভাবে বানানের শুদ্ধতা নিশ্চিত করতে গেলে মুদ্রিত বইগুলোতে শতভাগ শুদ্ধ বানান নিশ্চিত করা প্রয়োজন সর্বাগ্রে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে বানান আন্দোলন শুরু করেছে নতুন একটি কার্যক্রম, যার নাম ‘লেখক-সেবা’। বানান আন্দোলন এখন থেকে বাংলা ভাষায় রচিত সকল ধরনের মুদ্রিত বইয়ের সম্পাদনা ও প্রুফ-রিডিং করবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি-প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি যাচাই

বিশিষ্ট ব্যক্তিদের মতামত

রাজ রিডার কবি ও অনুবাদক

ভাষা সৃষ্টিশীল; উচ্চারণ পরিবর্তনশীল; আর বানান একই সাথে দুটোকেই ধারণ করে—সৃষ্টি ও পরিবর্তন। আর তাই একটি ভাষা-গোষ্ঠী কতোটা সৃষ্টিশীল; কতোটা নতুনকে আঁকড়ে ধরে রাখতে পারে—তা তাদের বানান দেখলেই বুঝা যায়। বানান পরিবর্তনশীল বলেই পদে পদে সচেতন থাকতে হয়। সচেতনতাই চেতনা দেয়। আর চেতনা দেয় সৃষ্টি। আর ‘বানান আন্দোলন’ সৃষ্টিশীল চৈতন্য।

    রেজবুল ইসলাম


    সহ-প্রতিষ্ঠাতা ও আইটি-প্রধান

    ভাষাচর্চার সাথে আধুনিক তথ্যপ্রযুক্তিকে যুক্তকরণের মাধ্যমে শুদ্ধতার চর্চায় বাংলা ভাষাভাষী মানুষের সহযোগী হয়ে পথ চলার অভিপ্রায়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রযুক্তির সহায়তায় পৃথিবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালিদের একটি অভিন্ন লক্ষ্যে এক স্থানে জড়ো করার এ প্রয়াস আমাদের চিরদিনের।

    ওয়াহেদ সবুজ


    প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী

    বাংলা ভাষার শুদ্ধ চর্চার এ আন্দোলনের সুফল আমরা সারা পৃথিবীর সকল বাংলাভাষী মানুষের দুয়ারে পৌঁছে দিতে চাই। বাংলা ভাষার সমৃদ্ধিতে প্রাণপণে কাজ করে যেতে চাই।