ঋ/ঐ/ঔ-কারের পরের বর্ণে কার-চিহ্ন না থাকলে

শব্দের মধ্যে ঋ (ৃ), ঐ (ৈ), ঔ (ৗ) থাকলে এবং এর পরের বর্ণের সঙ্গে কোনও কার চিহ্ন
না থাকলে, উক্ত বর্ণটি ও-কারযোগে উচ্চারিত হবে।

যেমন: কৃশ। এখানে ঋ-কারের (কৃ) পরের বর্ণ ‘শ’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই। তাই এখানে ‘শ’-টির উচ্চারণ ও-কারযোগে ‘শো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘কৃশো’ (‘কৃশ্’ নয়)।
আবার, গৌণ। এখানে ঔ-কারের (গৌ) পরের বর্ণ ‘ণ’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই।
তাই এখানে ‘ণ’-টির উচ্চারণ ও-কারযোগে ‘ণো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘গোউ্নো ’ (‘গোউ্ ন’ নয়)।

আরও উদাহরণ:
কৃত (কৃতো), ঘৃত (ঘৃতো), তৃণ (তৃনো), মৃগ (মৃগো), তৈল (তোই্ লো), বৈধ (বোই্
ধো), যৌন (জোউ্ নো), ধৌত (ধোউ্ তো), মৌন (মোউ্ নো)।