অসমাপিকা ক্রিয়ার প্রথম বর্ণে কার-চিহ্ন না থাকলে

অসমাপিকা ক্রিয়ার প্রথম বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত না থাকলে উক্ত বর্ণটি ও কারযোগে উচ্চারিত হবে।

যেমন: ‘কাজটি করে দিও।’ এ বাক্যে ‘করে’ অসমাপিকা ক্রিয়া। এখানে প্রথম বর্ণ ‘ক’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই। তাই এখানে ‘ক’-টির উচ্চারণ ও-কারযোগে ‘কো’-এর মতো হবে সুতরাং এর উচ্চারণ হবে ‘কোরে’ (‘করে’ নয়)।

আরও উদাহরণ:
ধরে (ধোরে), হয়ে (হোয়ে), বলে (বোলে), বসে (বোশে), চলে (চোলে)।