‘অ’ যখন ‘না’ বোঝায়

শব্দের শুরুতে ‘না’ অর্থে ‘অ’ বা ‘অন’ যুক্ত হলে উক্ত ‘অ’-এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ‘অ’ এর মতোই উচ্চারিত হবে।যেমন: অভিন্ন। এর অর্থ ‘ভিন্ন নয়’। অর্থাৎ এখানে ‘অ’ বর্ণটি ‘না’ অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এখানে ‘অ’-এর উচ্চারণ ‘অ’ এর মতোই হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘অভিন্ নো’ (‘ওভিন্ নো’ নয়)।

আরও উদাহরণ : অনেক (অনেক্), অপলক (অপলোক্), অনিমেষ (অনিমেশ্), অজর (অজর্), অতল (অতল্), অস্থির (অস্ থির), অসীম (অশিম্), অসুখ (অশুখ্), অদূর (অদুর্), অতুল (অতুল্)।