অনুস্বার (ং)-এর আগের বর্ণে কার-চিহ্ন না থাকলে

শব্দের মধ্যে ‘ং’ থাকলে এবং তার আগের বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত না থাকলে উক্ত বর্ণটি ‘অ’ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন: সংসার। এখানে ‘ং’ এর আগের বর্ণ ‘স’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন নেই। তাই এখানে ‘স’-এর উচ্চারণ ‘অ’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘শঙ্ শার্’ (‘শোঙ্ শার্’ নয়)।

আরও উদাহরণ : রং (রঙ্), ঢং (ঢঙ্), সং (সঙ্), সংশ্লেষ (শঙ্ স্লেশ্), বংশ (বঙ্ শো), সংঘাত (শঙ্ ঘাত্), সংযোগ (শঙ্ জোগ্), সংবহন (শঙ্ বহোন্), সংবাদ (সঙ্ বাদ্), এবং (এবঙ্)।