‘হ্ব’ থাকলে ‘ওভ’ হবে

বাংলা শব্দ উচ্চারণের ক্ষেত্রে শব্দের মধ্যে ‘হ্ব’ (হ্+ব) থাকলে উচ্চারণের সময় সেটি ‘ওভ’ আকারে উচ্চারিত হবে। যেমন: আহ্বান। এর উচ্চারণের ক্ষেত্রে ‘হ্ব’ স্থানে ‘ওভ’ বসালে দাঁড়ায় ‘আ ওভা (হ্বা) ন’। সুতরাং এর উচ্চারণ হবে ‘আওভান্’ (‘আহোবান্’ নয়)।

আরও উদাহরণ : গহ্বর (গওভর্), আহ্বায়ক (আওভায়ক্)। কিন্তু বিহ্বল (বিউ্ভল্), জিহ্বা (জিউ্ভা)।