‘অ’ ধ্বনির পরে ই/ঈ/উ/ঊ-কার থাকলে

‘অ’ এবং অ-কারযুক্ত বর্ণের পরের বর্ণের সাথে ই/ঈ/উ/ঊ-কার থাকলে উক্ত ‘অ’-কে ও-কাররূপে উচ্চারণ করতে হবে।
যেমন: সমুদ্র। এখানে অ-কারযুক্ত ‘স’ (স = স্ + অ)-এর পরের বর্ণ ‘ম’-এর সাথে উ-কার যুক্ত আছে। তাই এখানে ‘স’-টির উচ্চারণ ও-কারযোগে ‘সো’ (স্ + ও)-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘শোমুদ্ দ্রো’ (‘শমুদ্ দ্রো’ নয়)।

আরও উদাহরণ:
অতি (ওতি), তনু (তোনু), কলি (কোলি), কলু (কোলু), গতি (গোতি), মতি (মোতি), রতি (রোতি), সতী (শোতি), যতি (জোতি), মধু (মোধু), বধূ (বোধু), বসু (বোশু), পরীক্ষা (পোরিক্ খা)।