সমাসবদ্ধ পদের উচ্চারণ

সমাসবদ্ধ পদের ক্ষেত্রে প্রথম পদের শেষে কোনও কার-চিহ্ন না থাকলে উক্ত শেষ বর্ণটি ও-কারযোগে উচ্চারিত হবে।
যেমন: শিবরাত্রি। এখানে প্রথম পদ ‘শিব’-এর শেষে কোনও কার-চিহ্ন নেই। তাই এখানে ‘শিব’- এর শেষ বর্ণ ‘ব’-এর উচ্চারণ ও-কারযোগে ‘বো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘শিবোরাত্ ত্রি’ (‘শিব্ রাত্ ত্রি’ নয়)।

আরও উদাহরণ:
কালক্রম (কালোক্ ক্রোম্), দেবলীনা (দেবোলিনা), সারবত্তা (শারোবত্ তা), রণতরী (রনোতোরি), বনফুল (বোনোফুল্), বনলতা (বোনোলতা), প্রাণবান (প্রানোবান্), গীতবিতান (গীতোবিতান্)।