পড়া বনাম পরা

এ দুটি শব্দ নিয়ে সকলেরই কমবেশি সমস্যায় পড়তে হয়। আজ চলুন, এ সমস্যার সহজ একটি সমাধান শিখে নেওয়া যাক। মনে রাখতে হবে: কেবল ‘পরিধান করা’ অর্থে ‘পরা’ লিখতে হবে। অন্য সকল ক্ষেত্রে ‘পড়া’ লিখতে হবে।

উদাহরণ ও ব্যাখ্যা:
পরা:
১. সে কাপড় পরছে।
২. সে চশমা পরে।
৩. জুতা পরে আসোনি?
এ তিনটি ক্ষেত্রেই ‘পরিধান করা’ বোঝানো হয়েছে। তাই এখানে ‘পরছে/পরে’ হবে (‘পড়ছে/পড়ে’ নয়)।

পড়া:
১. সে বই পড়ে। (‘পাঠ করা’ অর্থে)
২. গ্রিলে মরচে পড়ে গেছে। (‘ধরা’ অর্থে)
৩. সে আছাড় খেয়ে পড়লো। (‘পতিত হওয়া’ অর্থে)
৪. তার প্রেমে পড়েছি। (‘আকৃষ্ট হওয়া’ অর্থে)
৫. চোর ধরা পড়েছে। (‘আটক’ অর্থে)
৬. গ্রামে ডাকাত পড়েছে। (‘আক্রমণ’ অর্থে)
৭. গরম পড়েছে। (‘আরম্ভ’ অর্থে)
এ রকম যখনই ‘পরিধান করা’ ব্যতীত অন্য কোনও অর্থে ব্যবহৃত হবে, তখনই ‘পড়া’ হবে।

দ্রষ্টব্য: সময় বোঝাতে ‘পরে’ শব্দটি ব্যবহৃত হয়। যেমন: একটু পরে এসো।