অনুনাসিক বর্ণের আগের বর্ণের উচ্চারণ

অনুনাসিক বর্ণ ণ/ন/ম-এর আগের বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত না থাকলে উক্ত বর্ণটি ও- কারযোগে উচ্চারিত হবে।

যেমন: পনের। এখানে অনুনাসিক বর্ণ ‘ন’-এর আগের বর্ণ ‘প’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই। তাই এখানে ‘প’-টির উচ্চারণ ও-কারযোগে ‘পো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘পোনেরো’ (‘পনেরো’ নয়)।

আরও উদাহরণ:
দ্রবণ (দ্রোবোন্), শ্রাবণ (শ্রাবোন্), প্রথম (প্রোথোম্), বন (বোন্)।