কোন কোন ক্ষেত্রে বিসর্গ হবে না?

কয়েক বছর আগেও কিছু শব্দের শেষে বিসর্গ (ঃ) লেখা হতো। যেমন: ইতস্ততঃ, কার্যতঃ, ক্রমশঃ, পুনঃপুনঃ, প্রথমতঃ, প্রধানতঃ, প্রয়াতঃ, প্রায়শঃ, ফলতঃ, বস্তুতঃ, মূলতঃ।

কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী, শব্দের শেষে কখনোই বিসর্গ থাকবে না। অর্থাৎ উপর্যুক্ত শব্দগুলোর শুদ্ধ রূপ হবে যথাক্রমে ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃপুন, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত।

এছাড়াও এমন কয়েকটি শব্দ আছে যেগুলোতে আগে বিসর্গ লেখা হতো; কিন্তু এখন আর বিসর্গ ব্যবহার করা যাবে না।
যেমন: দুস্থ (‘দুঃস্থ’ নয়), নিস্তব্ধ (‘নিঃস্তব্ধ’ নয়), নিস্পৃহ (‘নিঃস্পৃহ’ নয়), নিশ্বাস, (‘নিঃশ্বাস’ নয়)।