নাকি/না-কি/না কি

‘নাকি’, ‘না-কি’ ও ‘না কি’- কোনটা কখন ব্যবহার করবো?

মনে রাখতে হবে:
১. নাকের সাহায্যে উচ্চারিত বোঝাতে ‘নাকি’ ব্যবহার করবো।
[উদাহরণ: সে নাকি স্বরে গান করে।]

২. সংশয় বোঝাতে ‘না-কি’ বা ‘না কি’ ব্যবহার করবো।
[উদাহরণ: তুমি সেখানে গিয়েছিলে না-কি? (সংশয়)]

দ্রষ্টব্য: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (সংস্করণ: এপ্রিল ২০১৮) অনুযায়ী, ‘নাকি’ শব্দটি সংশয় প্রকাশেও ব্যবহার করা যায়। তবে, যেহেতু ‘নাকি’ বানানে ভিন্ন অর্থবোধক আরেকটি শব্দ আছে, তাই সংশয় প্রকাশে ‘নাকি’ ব্যবহার করলে অর্থবিভ্রান্তির সুযোগ থেকে যায়। সে কারণে এসব ক্ষেত্রে ‘না-কি’ বা ‘না কি’ ব্যবহারই সংগত।