‘কি’, না-কি ‘কী’?

‘কি’ ও ‘কী’ নিয়ে আমাদের বেশ ভুগতে হয়, যদিও নিয়মটি খুবই সহজ। চলুন চট করে
শিখে নেয়া যাক।

মনে রাখতে হবে:
১. যে-সব প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ/না দিয়েই করা সম্ভব, সে-সব ক্ষেত্রে ‘কি’ হবে।
[উদাহরণ: তুমি কি ভাত খেয়েছো? (হ্যাঁ/না)]

২. যে-সব প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ/না দিয়ে করা যায় না, সে-সব ক্ষেত্রে ‘কী’ হবে।
[উদাহরণ: তুমি কী দিয়ে ভাত খেয়েছো? (মাছ দিয়ে)]

৩. বিস্ময়/আবেগসূচক বাক্যের ক্ষেত্রে: শেষে থাকলে ‘কি’, অন্য স্থানে ‘কী’।
[উদাহরণ: বলিস কি! (শেষে ‘কি’); কী বলিস! (শেষে না হলে ‘কী’)]

৪. সংশয় বোঝাতে ‘কি’ হবে।
[উদাহরণ: সে আসবে কি না জানি না।]