সন্ধি

১) ‘শ্রদ্ধাঞ্জলি’ কীভাবে গঠিত হয়েছে?
√ক) সন্ধিযোগে খ) সমাসযোগে গ) প্রত্যয়যোগে ঘ) বিভক্তিযোগে

২) ‘উত্থাপন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) উৎ+ত্থাপন √খ) উৎ+স্থাপন গ) উঃ+স্থাপন ঘ) উঃ+থাপন

৩) ‘কথোপকথন’ শব্দটি কী রীতিতে গঠিত?
ক) উপসর্গযোগে √খ) সন্ধিযোগে গ) প্রত্যয়যোগে ঘ) সমাসযোগে

৪) ‘রবীন্দ্র’ শব্দকে বিচ্ছিন্ন করলে কী পাওয়া যায়?
√ক) রবি+ইন্দ্র খ) রবী+ন্দ্র গ) রবী+ইন্দ্র ঘ) রবি+ঈন্দ্র

৫) ‘অহঃ+নিশা’ কোন নিয়মে ‘অহর্নিশ’ হয়?
√ক) নিপাতনে সিদ্ধ খ) দ্বন্দ্ব সমাস গ) ব্যঞ্জনসন্ধি ঘ) তদ্ধিত প্রত্যয়

৬) কোনটি সন্ধিজাত শব্দ?
ক) শীতল √খ) সংখ্যা গ) অধিকার ঘ) তোমার

৭) ‘উদ্ধার’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে?
ক) উঃ+ধার খ) উৎ+দার গ) উৎ+ধার √ঘ) উৎ+হার

৮) ‘ণিজন্ত’ এর সন্ধিবিচ্ছেদ হবে-
ক) ণিজ্+অন্ত √খ) ণিচ্+অন্ত গ) ণিঃ+অন্ত ঘ) ণিঝ্+অন্ত

৯) ‘ততোধিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাই-
ক) তত+অধিক খ) তত+ধিক √গ) ততঃ+অধিক ঘ) তত্য+ধিক

১০) ‘আবির্ভাব’ শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
ক) প্রত্যয় খ) উপসর্গ √গ) সন্ধি ঘ) বিভক্তি

১১) ‘শীতার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) শীত+ঋত খ) শীত+আর্ত গ) শীত+তার্ত ঘ) শীত+ঈর্ত

১২) ‘সন্ধান’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) সনধান খ) সন্ধা+ন গ) সন্ধা+অন √ঘ) সম্+ধান

১৩) ‘উচ্ছৃঙ্খল’ এর সন্ধিবিচ্ছেদ-
√ক) উৎ+শৃঙ্খল খ) উচ্+শৃঙ্খল গ) উৎ-ছৃঙ্খল ঘ) উচ্ছৃ+খল

১৪) ‘প্রাতরাশ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রাতঃ+রাশ খ) প্রাত+রাশ √গ) প্রাতঃ+আশ ঘ) প্রাত+আশ

১৫) ‘নীরস’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
√ক) নিঃ+রস খ) নীঃ+রস গ) নী+রস ঘ) নিঃ+রস

১৬) নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি?
ক) মৃন্ময় √খ) বৃহস্পতি গ) বৃহদর্থ ঘ) আদ্যন্ত

১৭) ‘তেজস্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
√ক) তেজঃ+বিন্ খ) তেজঃ+বীগ) তেজস+বিন ঘ) তেজস+বী

১৮) ‘গো+অক্ষ=গবাক্ষ’- এটি কোন প্রকার সন্ধি?
ক) স্বরসন্ধি খ) স্বর-ব্যঞ্জন সন্ধি গ) ব্যঞ্জন-ব্যঞ্জন সন্ধি √ঘ) নিপাতনে সন্ধি

১৯) ‘ভ্রাতুষ্পুত্র’ সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) ভ্রাত+পুত্র খ) ভ্রাতঃ+পুত্র √গ) ভ্রাতুঃ+পুত্র ঘ) ভ্রাতু+পুত্র

২০) ‘কটাক্ষ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) কটু+অক্ষ √খ) কটা+অক্ষ গ) কটা+ক্ষ ঘ) কট+অক্ষ

২১) সন্ধি মোট তিন প্রকার। খাঁটি বাংলা সন্ধি কত প্রকার?
ক) ৩ খ) ৪ √গ) ২ ঘ) ৫

২২) ‘প্রেম’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) পৃ+ইমন্ খ) প্রম+ইমন্ গ) প্রঃ+ইমন্ √ঘ) প্রিয়+ইমন্

২৩) ‘পর্যবেক্ষণ’ এর সন্ধিবিচ্ছেদ-
ক) পর+বেক্ষণ খ) পরি+বেক্ষণ গ) পর+অবেক্ষণ √ঘ) পরি+অবেক্ষণ

২৪) ‘সন্নিহিত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) সং+নিহিত √খ) সম্+নিহিত গ) সৎ+নিহিত ঘ) সন্+নিহিত

২৫) ‘সদ্যোজাত’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) সদ্য+জাত √খ) সদ্যঃ+জাত গ) সদ্যা+জাত ঘ) সদা+জাত

২৬) ‘নিরন্ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) নি+অন্ন খ) নির+অন্ন √গ) নিঃ+অন্ন ঘ) নির+ন্ন

২৭) কোন বাংলা পদের সঙ্গে সন্ধি হয় না?
√ক) অব্যয় খ) ক্রিয়া গ) বিশেষ্য ঘ) বিশেষণ

২৮) ‘আবিষ্কার’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) আবি+কার √খ) আবিঃ+কার গ) আবিষ্+কার ঘ) আবি+ষকার

২৯) ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ইতঃ+পূর্বে=ইতঃপূর্বে খ) উৎ+হত=উদ্ধত গ) চমক+ইত=চমকিত √ঘ) গণ্+অ=গণ্য

৩০) কোনটি ‘অন্তরঙ্গ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ?
√ক) অন্তঃ+অঙ্গ খ) অন্তর+অঙ্গ গ) অন্তরম+গ ঘ) অন্তরণ+গ

৩১) সন্ধিজাত শব্দ-
√ক) উন্মনা খ) দখিনা গ) ফাল্গুন ঘ) মিনতি

৩২) ‘আদ্যোপান্ত’-এর সন্ধিবিচ্ছেদ হলো-
√ক) আদ্য+উপান্ত খ) আদি+পান্ত গ) আদ্য+পান্ত ঘ) আদি+পন্ত

৩৩) ভুল সন্ধি-
ক) মনঃ+কষ্ট=মনঃকষ্ট √খ) ইতঃ+পূর্বে=ইতোপূর্বে গ) সিন+হ=সিংহ ঘ) শ্রু+অন=শ্রবণ

৩৪) নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তদ্+কাল=তৎকাল খ) সম্+তান=সন্তান
√গ) গো+পদ=গোস্পদ ঘ) অন্তঃ+ধান=অন্তর্ধান

৩৫) বিসর্গ সন্ধির উদাহরণ নয়-
ক) ইতোমধ্যে খ) নীরব গ) শ্রেয়োলাভ √ঘ) বিম্বোষ্ঠ

৩৬) সঠিক বিচ্ছেদাংশ কোনটি?
√ক) বি+কৃ+ত খ) বি+কৃত গ) বি+আ+কৃ+ত ঘ) বি+ক+ত

৩৭) কোন শব্দটি সন্ধিজাত?
ক) শীতল খ) অধিকার গ) তোমার √ঘ) সংখ্যা

৩৮) পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
√ক) সন্ধি খ) সমাস গ) কারক ঘ) প্রত্যয়

৩৯) ‘সদানন্দ’ এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) সদ+আনন্দ খ) সদা+নন্দ √গ) সৎ+আনন্দ ঘ) সদ্+অ+নন্দ

৪০) নিচের কোনটি সন্ধিজাত শব্দ?
√ক) সংখ্যা খ) শীতল গ) অধিকার ঘ) তোমার

৪১) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ-
ক) অতি+অধিক=অত্যাধিক খ) অগ্নি+উৎপাত=অগ্নুৎপাত
গ) প্রশ্ন+আবলি=প্রশ্নাবলী √ঘ) চতুঃ+অঙ্গ=চতুরঙ্গ

৪২) সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
√ক) বৃহদংশ খ) জাত্যাভিমান গ) আদ্যান্ত ঘ) শিরোচ্ছেদ

৪৩) ‘নিরাকার’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) নি+আকার √খ) নিঃ+আকার গ) নিরঃ+আকার ঘ) নিরঃ+কার

৪৪) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ-
ক) অষ্ট+বিংশ=অষ্টবিংশ খ) অতি+অধিক=অত্যাধিক
√গ) শরৎ+চন্দ্র=শরচ্চন্দ্র ঘ) পর+পর=পরপর

৪৫) কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
√ক) গবাক্ষ খ) সংসার গ) ততোধিক ঘ) মহাশয়

৪৬) অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) সু+অল্প=স্বল্প খ) অনু+এষণ=অন্বেষণ √গ) আদ্য+অন্ত=আদ্যন্ত ঘ) ভৌ+উক=ভাবুক

৪৭) ‘অন্তরীপ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অন্তর+ইপ খ) অন্তর+ঈশ গ) অন্ত+রীপ √ঘ) অন্তঃ+ঈপ

৪৮) নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) অতি+অন্ত=অত্যন্ত খ) ষট+আনন=ষড়ানন
গ) বি+চ্ছিন্ন=বিচ্ছিন্ন √ঘ) বৃহৎ+পতি=বৃহস্পতি

৪৯) ‘নশ্বর’-এর সন্ধিবিচ্ছেদ করলে হবে-
ক) ন+শ্বর √খ) নশ্+বর গ) নশ্ব+র ঘ) নঃ+বর

৫০) সন্ধিযোগে গঠিত শব্দ-
√ক) নীলোৎপল খ) বিপদাপন্ন গ) ফুলেল ঘ) পরাজয়

৫১) ‘পর্যায়’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) পর+যায় খ) পর+আয় √গ) পরি+আয় ঘ) পরি+যায়

৫২) ‘দুস্থ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) দুস+হ খ) দুস্+থ √গ) দুঃ+থ ঘ) দুঃ+স্থ

৫৩) ‘দুরূহ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
√ক) দুঃ+ঊহ খ) দুঃ+রূহ গ) দূর+উহ ঘ) দুর+হ

৫৪) নিচের কোন স্বরসন্ধিটি অশুদ্ধ?
ক) পূর্ণ+ইন্দু=পূর্ণেন্দু খ) তথা+এব=তথৈব গ) অনু+এষণ=অন্বেষণ √ঘ) কটু+উক্তি=কটূক্তি

৫৫) ‘গায়ক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) গা+আক খ) গায়+অক √গ) গৈ+অক ঘ) গৌ+অক

৫৬) সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
ক) অত্যাধিক খ) বৃহদার্থ গ) দুরাবস্থা √ঘ) জাত্যভিমান

৫৭) ‘তৃষ্ণার্ত’ শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ-
ক) তৃষ্ণা+আর্ত √খ) তৃষ্ণা+ঋত গ) তৃষ্+না ঘ) তৃষ+না+ঋত

৫৮) ‘নীরোগ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) নি+রোগ √খ) নিঃ+রোগ গ) নী+রোগ ঘ) নীঃ+রোগ

৫৯) ‘দুর্ঘটনা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) দুঃ+ঘটনা খ) দুর+ঘটনা গ) দূর+ঘটনা ঘ) দু+ঘটনা

৬০) ব্যাকরণে ‘সন্ধি’ শব্দের অর্থ-
ক) চুক্তি খ) ঐক্য √গ) মিলন ঘ) সম্মিলন

৬১) ‘অহংকার’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) অহঃ+কার খ) অহং+কার √গ) অহম্+কার ঘ) অহ+কার

৬২) ‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) মৃত+ময় খ) মৃদ্+ময় √গ) মৃৎ+ময় ঘ) মৃন্+ময়

৬৩) কোনটি নিপাতনে সিদ্ধ নয়?
ক) দশ+ঋণ=দশার্ণ খ) পো+অন=পবন গ) গো+অক্ষ=গবাক্ষ √ঘ) স্ব+ঈর=স্বৈর

৬৪) ‘মনীষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মন+ইষা খ) মনস্+ইষা গ) মনষ+ইষা √ঘ) মনস্+ঈষা

৬৫) নিচের কোনটি বিচ্ছেদাংশটি ভুল?
ক) প্রিয়+ইমন্ খ) চমক্+ইত √গ) উদ+যোগ ঘ) ষষ্+থ

৬৬) ‘জগন্নাথ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) জগৎ+নাথ খ) জগম্+নাথ গ) জগন্+নাথ ঘ) জগদ্+নাথ

৬৭) ‘অহরহ’ এর সন্ধিবিচ্ছেদ-
√ক) অহঃ+অহ খ) অহ+রহ গ) অহঃ+অহঃ ঘ) অহর+হ

৬৮) ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রত্য+উশ খ) প্রত্য+ঊষ গ) প্রতি+উস √ঘ) প্রতি+ঊষ

৬৯) ‘দুঃ+অবস্থা’- এই সন্ধি-নিষ্পন্ন শব্দটি হবে-
ক) দূরবস্থা খ) দুরাবস্থা √গ) দুরবস্থা ঘ) দূরস্থা

৭০) ‘মহৈশ্বর্য’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) মহা+ঐশ্বর্য খ) মহ+ঐশ্বর্য গ) মহৈ+ঐশ্বর্য ঘ) মহো+ঐশ্বর্য

৭১) ‘দ্যুলোক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) দ্বি+লোক √খ) দিব্+লোক গ) দুঃ+লোক ঘ) দ্বিঃ+লোক

৭২) ‘অধ্যুষিত’ শব্দের সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি শুদ্ধ?
√ক) অধি+উষিত খ) আধ+ষিত গ) আধি+উষিত ঘ) আধু+উষিত

৭৩) ‘উচ্ছ্বাস’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) উচ্+ছাস √খ) উৎ+শ্বাস গ) উৎ+ছাস ঘ) উদ্+শাস

৭৪) খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জন সন্ধি √গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

৭৫) ‘উচ্ছেদ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) উছ+ছেদ √খ) উৎ+ছেদ গ) উদ+ছেদ ঘ) উত+ছেদ

৭৬) ‘সুবন্ত’-এর সন্ধিবিচ্ছেদ-
ক) সুব্+অন্ত √খ) সুপ্+অন্ত গ) সুভ্+অন্ত ঘ) সু+অন্ত

৭৭) ‘কিন্নর’-এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) কিম+নর খ) কিম+ণর √গ) কিম্+নর ঘ) কিম্+ণর

৭৮) ‘দুরপনেয়’-এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) দুর+পনেয় খ) দু+অপনেয় √গ) দুঃ+অপনেয় ঘ) দুর+অপনেয়

৭৯) ‘অন্যান্য=অন্য+অন্য’- এটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
√ক) ব্যঞ্জন সন্ধি খ) স্বরসন্ধি গ) খাঁটি বাংলা সন্ধি ঘ) স্বরসন্ধি

৮০) ‘সংসার=সম্+সার’- এটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
ক) স্বরসন্ধি খ) খাঁটি বাংলা সন্ধি গ) বিসর্গ সন্ধি √ঘ) ব্যঞ্জনসন্ধি

৮১) ‘সংশপ্তক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
√ক) সম্+শপ্তক খ) সং+শপ্তক গ) সম্+শপ্ত+ক ঘ) সং+শপ্ত+এক

৮২) ‘দুর্যোগ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) দুহঃ+যোগ খ) দুর+যোগ √গ) দুঃ+যোগ ঘ) দুহ+যোগ

৮৩) ‘নবোঢ়া’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
√ক) নব+উঢ়া খ) নব+ঊঢ়া গ) নবো+উঢ়া ঘ) নবো+উঢ়া

৮৪) ‘কৃষ্টি’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) কৃস্+তি খ) কৃষ্+টি √গ) কৃষ্+তি ঘ) কৃষঃ+তি

৮৫) ‘গ্রন্থাগার’ শব্দটি-
√ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

৮৬) ‘দুশ্চিন্তা=দুঃ+চিন্তা’- এটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
√ক) বিসর্গ সন্ধি খ) খাঁটি বাংলা সন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) স্বরসন্ধি

৮৭) সন্ধির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক) অ+উ=ও খ) আ+ও=ঔ √গ) অ+ও=উ ঘ) অ+ঐ=ঐ

৮) ‘সঞ্চয়’-এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) সম+চয় √খ) সম্+চয় গ) সমঃ+চয় ঘ) সন+চয়

৮৯) ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) তৎ+ক্ষণিক √খ) ততক্ষণ+ইক গ) তাৎ+ক্ষণিক ঘ) তৎক্ষণ+ইক

৯০) ‘গো+অস্থি=গবাস্থি’- এটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
ক) ব্যঞ্জন সন্ধি খ) স্বরসন্ধি √গ) নিপাতনে সিদ্ধ ঘ) বিসর্গ সন্ধি

৯১) ‘বৃষ্টি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বৃষ+তি খ) বৃশ্+টি √গ) বৃষ্+তি ঘ) বৃষ্+টি

৯২) ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বাগ্+অম্বর খ) বাক্+অম্বর √গ) বাক্+আড়ম্বর ঘ) বাগ্+আড়ম্বর

৯৩) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক) পরি+কার=পরিষ্কার √খ) পর+পর=পরস্পর গ) সম্+সার=সংসার ঘ) সম্+কৃত=সংস্কৃত

৯৪) ‘উপর্যুপরি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
√ক) উপরি+উপরি খ) উপর্য+পুরি গ) উপঃর্যুপরি ঘ) উপ+উপরি

৯৫) ‘সম্+হার’-এর সন্ধি কোনটি?
ক) সমহার √খ) সংহার গ) সঙগার ঘ) সঙহার

৯৬) ‘লবণ’-এর সন্ধিবিচ্ছেদ-
√ক) লো+অন খ) অব+অন গ) লোব+অন ঘ) লু+বন

৯৭) ‘মস্যাধার’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) মসা+আধার খ) মসা+আধার √গ) মসী+আধার ঘ) মস্যি+আধার

৯৮) ‘মৃন্ময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) মৃণ্+ময় √খ) মৃৎ+ময় গ) মৃত+ময় ঘ) মৃ+ময়

৯৯) ‘সান্নিধ্য’ এর সন্ধিবিচ্ছেদ-
√ক) সন্নিধি+য খ) সান্নি+ইধি গ) সন্নি+ইধ্য ঘ) সান্নি+ইধ

১০০) ‘উদ্ধৃত’-এর সন্ধিবিচ্ছেদ-
√ক) উৎ+হৃত খ) উৎ+হত গ) উদ্+হৃত ঘ) উৎ+ঋত

১০১) নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
ক) মহা+ঋষি=মহর্ষি খ) শীত+ঋত=শীতার্ত √গ) যথা+এষ্ট=যথেষ্ট ঘ) যথা+উচিত=যথোচিত

১০২) ‘তুষ্ট’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
ক) তুষ্+ট খ) তুস্+ত √গ) তুষ্+ত ঘ) কোনোটিই নয়

১০৩) ‘অকুতোভয়’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক) অকুত+ভয় খ) অকুতো+ভয় √গ) অকুতঃ+ভয় ঘ) অকুত+অভয়

১০৪) ‘স্বেচ্ছা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) সে+ইচ্ছা খ) স্ব+চ্ছা √গ) স্ব+ইচ্ছা ঘ) সে+ইচ্ছা

১০৫) কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
ক) ক্ষুৎ+আর্ত খ) ক্ষুধা+আর্ত √গ) ক্ষুধা+ঋত ঘ) ক্ষধ+আর্ত

১০৬) কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না?
√ক) কুলটা খ) পশ্বাধম গ) নদ্যুম্ব ঘ) দেশান্তর

১০৭) কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না?
ক) প্রাপ্তি খ) পশ্বাধম √গ) কুলটা ঘ) গায়ক

১০৮) ‘মুখচ্ছবি’ সন্ধির কোন নিয়মে পড়ে?
√ক) ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি খ) ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি

গ) স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি ঘ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ ধ্বনি
১০৯) ‘কর্ম’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
√ক) কৃ+মন খ) কর+ম গ) কৃ+অম ঘ) কর+অম

১১০) ‘ষষ্ঠ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-
ক) ষষ্+ট খ) ষষ্+ঠ গ) ষষ্+ত √ঘ) ষষ্+থ

১১১) পাশাপাশি ধ্বনির মিলনকে বলা হয়-
ক) সমাস খ) কারক √গ) সন্ধি ঘ) প্রকৃতি প্রত্যয়

১১২) ‘পর্যালোচনা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য+আলোচনা খ) পর্যা+লোচনা গ) পরি+লোচনা √ঘ) পরি+আলোচনা

১১৩) সন্ধির প্রধান সুবিধা কীসে?
ক) শুনতে খ) লিখতে √গ) উচ্চারণে ঘ) পড়তে

১১৪) ‘যাচ্ছেতাই’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) যা+ইচ্ছে+তাই খ) যা+ইচ্ছা+তাই গ) যাহা+ইচ্ছা+তাই ঘ) যাহা+ইচ্ছে+তাই

১১৫) ‘স্বাধীনতা’-এর সন্ধিবিচ্ছেদ-
ক) সু+অধীনতা খ) স+অধীনতা গ) শ+অধীনতা √ঘ) স্ব+অধীনতা

১১৬) ‘শতেক’ কোন সন্ধির নিয়মানুসারে গঠিত?
ক) বিসর্গ সন্ধি খ) ব্যঞ্জনসন্ধি √গ) স্বরসন্ধি ঘ) খাঁটি বাংলা স্বরসন্ধি

১১৭) ‘অন্যান্য’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অন্য+ন খ) অন্যা+অন্য √গ) অন্য+অন্য ঘ) অন্য+ন্য

১১৮) ‘কুজ্ঝটিকা’-এর সন্ধিবিচ্ছেদ-
ক) কুত+ঝটিকা খ) কুদ+ঝটিকা √গ) কুৎ+ঝটিকা ঘ) কুজ+ঝটিকা

১১৯) ‘পর্যন্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য+অন্ত খ) পর+যন্ত গ) পরিয+অন্ত √ঘ) পরি+অন্ত

১২০) যেখানে উচ্চারণে সুবিধা হলেও ধ্বনিমাধুর্যতা থাকে না, সেখানে কী করতে নেই?
√ক) সন্ধি খ) সমাস গ) প্রত্যয় ঘ) ণত্ব ও ষত্ব বিধান

১২১) ‘স্বাগত’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
√ক) সু+আগত খ) সা+আগত গ) স্বা+আগত ঘ) সা+গত

১২২) ‘কিংবদন্তি’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) কিম্+দন্তি √খ) কিম্+বদন্তি গ) কিং+দন্তি ঘ) কিং+বদন্তি

১২৩) ‘মনোনয়ন’-এর সন্ধিবিচ্ছেদ-
ক) মন+নয়ন খ) মনো+নয়ন গ) মনন+অয়ন √ঘ) মনঃ+নয়ন

১২৪) ‘প্রিয়ংবদা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) প্রিয়ম্+বদা খ) প্রিয়ং+বদা গ) পিয়ম্+বদা ঘ) প্রিয়ৎ+বদা

১২৫) ‘পরস্পর’ কোন ধরনের সন্ধি?
√ক) নিপাতনে সিদ্ধ খ) বিসর্গ গ) ব্যঞ্জন ঘ) খাঁটি বাংলা

১২৬) ‘ধর্মাধর্ম’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-
√ক) ধর্ম+অধর্ম খ) ধর্মা+ধর্ম গ) ধর্ম+আ+ধর্ম ঘ) ধর্ম+অদধর্ম

১২৭) ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) গো+এষণা খ) গব+এষণা গ) গৌ+এষণা ঘ) গব+এষনা

১২৮) সন্ধির সাথে কীসের মিল আছে?
√ক) সমাসের খ) কারকের গ) বাক্য সংক্ষেপের ঘ) কোনোটিই নয়

১২৯) ‘সন্ধি’ গঠিত হয়েছে-
ক) সমাসের মাধ্যমে খ) প্রত্যয়ের মাধ্যমে গ) কারকের মাধ্যমে √ঘ) উপসর্গের মাধ্যমে

১৩০) ‘কৃপণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) কৃপ্+অণ √খ) কৃপ্+অন গ) কৃপ+অন ঘ) কৃপ+অণ

১৩১) নিচের কোনটি ‘তস্কর’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
ক) তস+কর √খ) তদ্+কর গ) তসঃ+কর ঘ) তদঃ+কর

১৩২) ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক) পদ্+ধতি খ) পৎ+ধতি গ) পথ্+ধতি √ঘ) পদ্+হতি

১৩৩) ‘সঞ্চয়’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) সন্+চয় √খ) সম্+চয় গ) সঞ্+চয় ঘ) সনচ্+য়

১৩৪) ‘অন্বেষণ’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অন্বে+ষণ খ) অনেঃ+এষণ গ) অনু+এষন √ঘ) অনু+এষণ

১৩৫) ‘অক্ষৌহিণী’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ-
√ক) অক্ষ+ঊহিণী খ) অক্ষ+ইহিনী গ) অক্ষ+হিনী ঘ) অক্ষ+ঔহিনী

১৩৬) ‘হিমাচল’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) হিম+আচল খ) হিমা+আচল গ) হিম্+আচল ঘ) হিম+আঁচল

১৩৭) ‘সংগীত’-এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) সং+গীত খ) সং+গিত গ) সম্+গিত √ঘ) সম্+গীত

১৩৮) ‘মাত্রাধিক্য’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) মাতৃ+আধিক্য খ) মাত্র+আধিক্য √গ) মাত্রা+আধিক্য ঘ) মাত্রাধ+ইক্য

১৩৯) ‘মন্বন্তর’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মন+অন্তর খ) মনন+তর √গ) মনু+অন্তর ঘ) মন্বন+তর

১৪০) ‘দুর্লভ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) দুঃ+লভ খ) র্দু+লভ গ) দুঃ+লোভ ঘ) দুর+লোভ

১৪১) বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ-
ক) আশ্চর্য √খ) উত্থান গ) ষষ্ঠ ঘ) পরস্পর

১৪২) ‘তন্বী’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) তনু+ঈ খ) তনু+নী গ) তন+ঈ ঘ) তনু+ই

১৪৩) ‘উপর্যুক্ত’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) উপরি+উক্ত খ) উপর+উক্ত গ) উপ+যুক্ত ঘ) উপর+যুক্ত

১৪৪) ‘দুর্নীতি’র সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) দুঃ+নীতি খ) র্দু+নীতি গ) দু+নীতি ঘ) দুর্নী+তি

১৪৫) কোনটি সঠিক?
ক) প্রো+উঢ়=প্রোঢ় খ) প্র+ঊঢ়=প্রঢ় গ) প্র+ঊঢ়=প্রোঢ় √ঘ) প্রো+ঊঢ়=প্রৌঢ়

১৪৬) ‘উজ্জ্বল’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) উজ্+জ্বল খ) উদ্+জ্বল গ) উদ্ব+জল √ঘ) উৎ+জ্বল

১৪৭) ‘দুরবস্থা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
√ক) দুঃ+অবস্থা খ) দু+অবস্থা গ) দূ+অবস্থা ঘ) দুর+অবস্থা

১৪৮) ‘যশোলাভ’-এর সন্ধিবিচ্ছেদ-
√ক) যশঃ+লাভ খ) যশ+লাভ গ) যশো+লাভ ঘ) যশ+অ+লাভ

১৪৯) ‘বনৌষধি’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ-
ক) বন+ওষধী খ) বন+ঔষধি গ) বনঃ+ঔষধি √ঘ) বন+ওষধি

১৫০) ‘বৃহৎ+পতি=বৃহস্পতি’-এটি কোন সন্ধির নিয়মের দৃষ্টান্ত?
√ক) নিপাতনে সিদ্ধ খ) ব্যঞ্জন গ) বিসর্গ ঘ) স্বরসন্ধি

১৫১) ‘সদাশয়’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) সদ+আশয় √খ) সৎ+আশয় গ) সদা+আশয় ঘ) সদা+শয়

১৫২) ‘গবেষণা’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) গবে+ষণা √খ) গো+এষণা গ) গ+এষণা ঘ) গব+এষনা

১৫৩) ‘বৃহস্পতি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) বৃহস+পতি খ) বৃহঃ+পতি √গ) বৃহৎ+পতি ঘ) বৃহ+অস্পতি

১৫৪) নিচের কোনটি নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে?
√গ) বিমুগ্ধ খ) বাগেশ্বরী গ) আদ্যন্ত ঘ) সংশ্লেষ

১৫৫) ব্যাকরণে নিয়ম-বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে বলা হয়-
ক) ব্যতিক্রম খ) নিপাতন গ) অনিয়ম √ঘ) নিপাতনে সিদ্ধ

১৫৬) ‘সন্ধি’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অসন্ধি খ) অস্থির √গ) বিগ্রহ ঘ) দুরভিসন্ধি

১৫৭) ‘ষড়ঋতু’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ষড়+ঋতু খ) ষড়্+ঋতু গ) ষট+ঋতু √ঘ) ষট্+ঋতু

১৫৮) সংশয়-এর সন্ধিবিচ্ছেদ-
ক) সৎ+শয় খ) সন্+শয় √গ) সম্+শয় ঘ) সম+শয়

১৫৯) ‘রত্নাকর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-
ক) রত্না+কর খ) রত্ন+কর গ) রত্না+আকর √ঘ) রত্ন+আকর

১৬০) ‘সংসার’-এর সন্ধিবিচ্ছেদ হলো-
√ক) সম্+সার খ) সাং+সার গ) সং+সার ঘ) সম+সার

১৬১) নিচের কোন ব্যঞ্জনসন্ধিটি অশুদ্ধ?
ক) দিক্+দর্শন=দিগদর্শন খ) চিৎ+ময়=চিন্ময়
√গ) সং+গীত=সংগীত ঘ) শরৎ+চন্দ্র=শরচ্চন্দ্র

১৬২) ‘দুশ্ছেদ্য’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) দুশ+ছেদ্য খ) দুষ+ছেদ্য √গ) দুঃ+ছেদ্য ঘ) কোনটিই নয়

১৬৩) ‘তামসিক’-এর সন্ধিবিচ্ছেদ করলে হয়-
√ক) তমস্+ইক খ) তামস+ইক গ) তাম+সিক ঘ) তামা+সিক

১৬৪) ‘এদ্দুর’-কে সন্ধিবিচ্ছেদ করলে হয়-
ক) এ+দ্দুর √খ) এত+দূর গ) এৎ+দূর ঘ) এ+দূর

১৬৫) ‘প্রত্যুক্তি’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) প্র+উক্তি √খ) প্রতি+উক্তি গ) প্রো+যুক্তি ঘ) প্রত+উক্তি

১৬৬) নিচের কোন শব্দটি সন্ধিঘটিত অশুদ্ধির উদাহরণ?
√ক) সদ্যজাত খ) হস্তীপদ গ) কল্যাণ ঘ) নেতৃবৃন্দ

১৬৭) ‘উত্তমর্ণ’-কে সন্ধিবিচ্ছেদ করলে হয়-
ক) উত্তর+মণ √খ) উত্তম+ঋণ গ) উত্তর+মর্ণ ঘ) উত্তরম+ণ

১৬৮) ‘ভক্তি’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো-
√ক) ভজ্+তি খ) ভক+তি গ) ভা+তি ঘ) ভ+উক্তি

১৬৯) ‘গুরূক্তি’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) গুরু+যুক্তি √খ) গুরু+উক্তি গ) গুরু+উক্তি ঘ) গুরূ+যুক্তি

১৭০) কোনটি নিপাতনে সিন্ধ সন্ধির বিচ্ছেদাংশের উদাহরণ?
√ক) আ+চর্য খ) জল+আশয় গ) মত+ঐক্য ঘ) ইতি+আদি

১৭১) ‘অভীষ্ট’-এর সন্ধিবিচ্ছেদ হবে-
√ক) অভি+ইষ্ট খ) অভি+রিষ্ট গ) অভী+ইষ্ট ঘ) অভি+বিষ্ট

১৭২) ‘সুধীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) সুধি+ইন্দ্র √খ) সুধী+ইন্দ্র গ) সুধী+ইন্দ্র ঘ) সুধি+ঈন্দ্র

১৭৩) ‘পতঞ্জলি’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) পত+অঞ্চলী খ) পতঃ+অঞ্চলী গ) পত্+অঞ্চলি √ঘ) পতৎ+অঞ্জলি

১৭৪) ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) চল্+চিত্র √খ) চলৎ+চিত্র গ) চলচ্+চিত্র ঘ) চল+চ্চিত্র

১৭৫) ‘পাবক’ কোন সন্ধির উদাহরণ?
√ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ

১৭৬)‘অহর্নিশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক) অহঃ+নিশা খ) অহঃ+নিশ গ) অহর+নিশ ঘ) অহ+নিশ

১৭৭) ‘দুর্গতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) দূর+গতি খ) দুর+গতি √গ) দুঃ+গতি ঘ) দূঃ+গতি

১৭৮) ‘জনৈক’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) জনৈ+এক খ) জনৈ+ক √গ) জন+এক ঘ) জন+ক

১৭৯) কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক) পরিষ্কার খ) অকথ্য গ) অনুজ্ঞা √ঘ) কোনোটিই নয়

১৮০) ‘ভূর্ধ্ব’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) ভূ+উর্ধ্ব √খ) ভূ+ঊর্ধ্ব গ) ভূ+র্ধ্ব ঘ) ভূদ+উর্ব