‘ঞ্জ’ থাকলে ‘ন্ + জ’ হবে

শব্দের মধ্যে বা শেষে ‘ঞ্জ’ থাকলে সেটি ‘ন্ + জ’ আকারে উচ্চারিত হবে।
যেমন: প্রাঞ্জল। এর উচ্চারণের ক্ষেত্রে ‘ঞ্জ’ স্থানে ‘ন্ + জ’ বসালে দাঁড়ায় ‘প্রা ন্+জ (ঞ্জ) ল’। সুতরাং এর উচ্চারণ হবে ‘প্রান্ জল’।

আরও উদাহরণ:
অঞ্জন (অন্ জোন্), প্রসেঞ্জিৎ (প্রোশেন্ জিত্), গঞ্জ (গন্ জো), সঞ্জয় (শন্ জয়্), গুঞ্জন (গুন্ জোন্), ব্যঞ্জন (ব্যান্ জোন্), রঞ্জন (রন্ জোন্), কুঞ্জ (কুন্ জো), পুঞ্জ (পুন্ জো)।