‘ক্ষ’-এর সাথে ম-ফলা যুক্ত হলে

‘ক্ষ’-এর সাথে ম-ফলা যুক্ত হলে সেখানে কোনও বর্ণের দ্বিত্ব হয় না। এ-ক্ষেত্রে ‘ক্ষ্ম’ স্থানে চন্দ্রবিন্দুযোগে ‘ক্ + খঁ’ হয়।
যেমন: সূক্ষ্ম। এর উচ্চারণের ক্ষেত্রে ‘ক্ষ্ম’ স্থানে ‘ক্ + খঁ’ বসালে দাঁড়ায় ‘সূ ক্+খঁ (ক্ষ্ম)’। সুতরাং এর উচ্চারণ হবে ‘শুক্ খোঁ’।

আরও উদাহরণ:
লক্ষ্মণ (লক্ খোঁন্), লক্ষ্মী (লোক্ খিঁ), যক্ষ্মা (জক্ খাঁ)।