ঊর্ধ্ব-কমা বা ইলেক-চিহ্ন বর্জন করতে হবে

কোনো বর্ণের লোপ বোঝাতে আগে ঊর্ধ্ব-কমা (’) ব্যবহারের চল ছিল।
যেমন: দু’জন। এক্ষেত্রে মূল শব্দ ‘দুইজন’-এর ‘ই’ বর্ণটির লোপ হয়েছে বোঝাতে ‘ই’ স্থানে ঊর্ধ্ব-কমা ব্যবহার করা হতো।

কিন্তু আধুনিককালে কোনো শব্দের বাংলা বানানে ঊর্ধ্ব-কমা (’) ব্যবহার করা যাবে না।
যেমন: দুজন (দু’জন- লেখা যাবে না), পাঁচশো (পাঁচশ’- লেখা যাবে না), মায়ের (মা’র- লেখা যাবে না)।