হস-চিহ্ন বর্জন করতে হবে

আগে বাংলা বানানে হস-চিহ্ন ব্যবহারের রীতি ছিল।
যেমন: কলকল্, চট্, ঝড়্, কর্ ইত্যাদি।
কিন্তু আধুনিককালে কোনো শব্দের বাংলা বানানে হস-চিহ্ন ব্যবহার করা যাবে না।
যেমন: কলকল, চট. ঝড়, কর, চেক (‘চেক্’ নয়), বল (‘বল্’ নয়), জজ (‘জজ্’ নয়), ডিশ, (‘ডিশ্’ নয়)।

তবে যদি অর্থবিভ্রান্তি বা ভুল উচ্চারণের কোনও আশঙ্কা থাকে, সেসব ক্ষেত্রে হস-চিহ্ন ব্যবহার করা যাবে।
যেমন: ‘বাহ’ শব্দটির অর্থ- বাহক বা বহনকারী। সুতরাং উচ্ছ্বাস প্রকাশে ‘বাহ’ না লিখে হস-চিহ্নযোগে ‘বাহ্’ লেখা যেতে পারে।
আবার, ‘কুইকলি’ (Quickly) শব্দটি এভাবে লিখলে যদি ভুলে ‘কুইকোলি’ উচ্চারণের আশঙ্কা থাকে, তাহলে উক্ত ‘ইক’ স্থানে হস-চিহ্নযোগে ‘ইক্’ লেখা যেতে পারে।

দ্রষ্টব্য: কোনো শব্দকে যখন বিশ্লেষণ করা হবে, তখন ব্যাকরণের নিয়ম অনুসারে হস-চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন: সম্ + বাদ = সংবাদ, পড়্ + অন্ত = পড়ন্ত।