‘মহামারি’, না-কি ‘মহামারী’?

‘মহামারি’ বানানে ঈ-কার হবে না।

না, এটি কোনো বিদেশি শব্দ নয়; বরং একটি তৎসম শব্দই বটে।
নিয়ম হচ্ছে: তৎসম শব্দের ক্ষেত্রে ক্রিয়ামূলের সাথে ‘ইন্’ বা ‘ণিন’ প্রত্যয় যুক্ত হলে সেখানে ঈ-কার হয়।

যেমন: √গ্রহ্+ণিন=গ্রাহী, √শ্রম্+ইন্=শ্রমী, গুণ+ইন্=গুণী।
‘মহামারি’ শব্দটির ক্ষেত্রে তেমনটি হয়নি। এর শেষে যুক্ত হয়েছে ‘ই’-প্রত্যয়: মহা+√মৃ+ণিচ্+ই।

যেহেতু এখানে ‘ই’-প্রত্যয় যুক্ত হয়েছে, তাই এর শেষে ই-কার হবে। সুতরাং এর সঠিক বানান হবে ‘মহামারি’।