ঈ-কার বদলে হয়ে যাবে ই-কার

যে-সব শব্দের শেষে ঈ-কার (ী) থাকে, সে-সব শব্দের শেষে নতুন কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হলে উক্ত ঈ-কার বদলে ই-কার (ি) হয়ে যাবে।

উদাহরণ ও ব্যাখ্যা:
প্রতিযোগী > প্রতিযোগিতা। এখানে ‘প্রতিযোগী’ শব্দটির শেষে ঈ-কার আছে। এর সঙ্গে নতুন শব্দাংশ (প্রত্যয়) ‘তা’ যুক্ত হবার ফলে উক্ত ঈ-কার (গী) বদলে ই-কার (গি) হয়ে গেছে।

আরও উদাহরণ: সহযোগী > সহযোগিতা, উপকারী > উপকারিতা, প্রতিদ্বন্দ্বী > প্রতিদ্বন্দ্বিতা, বিলাসী > বিলাসিতা, প্রত্যাশী > প্রত্যাশিত, বৈরী > বৈরিতা, সহমর্মী > সহমর্মিতা, দায়ী > দায়িত্ব, কৃতী > কৃতিত্ব, হস্তী > হস্তিমূর্খ, গুণী > গুণিজন, প্রাণী > প্রাণিবিদ্যা/প্রাণিকুল, মন্ত্রী > মন্ত্রিত্ব/মন্ত্রিপরিষদ, পরীক্ষার্থী > পরীক্ষার্থিবৃন্দ।

দ্রষ্টব্য: শব্দের শেষে বাংলা প্রত্যয় বা বিভক্তি (রা, গুলো, দের) যুক্ত হলে ঈ-কার পরিবর্তন হবে না। যেমন: গুণী > গুণীরা (‘গুণিরা’ নয়), পরীক্ষার্থী > পরীক্ষার্থীরা (‘পরীক্ষার্থিরা’ নয়), প্রাণী > প্রাণীদের/প্রাণীগুলো (‘প্রাণিদের’ বা ‘প্রাণিগুলো’ নয়), মন্ত্রী > মন্ত্রীরা/মন্ত্রীদের (‘মন্ত্রিরা’ বা ‘মন্ত্রিদের’ নয়)।