বাংলাদেশের নদনদী

১. কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
ক) মেঘনা: সিলেট খ) পদ্মা: চাঁপাইনবাবগঞ্জ গ) তিস্তা: লালমনিরহাট ঘ) নাফ: কক্সবাজার

২. কোন নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
ক) কর্ণফুলি: রাঙামাটি খ) ব্রহ্মপুত্র: কুড়িগ্রাম গ) ভৈরব: মেহেরপুর ঘ) মহানন্দা: চাঁপাইনবাবগঞ্জ

৩. নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত?
√ক) নোয়াখালী খ) বরিশাল গ) বাগেরহাট ঘ) কক্সবাজার

৪. নিঝুমদ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
√ক) মেঘনা খ) তিস্তা গ) পদ্মা ঘ) নাফ

৫. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়?
ক) মহানন্দা √খ) হাড়িয়াভাঙ্গা গ) মেঘনা ঘ) ভৈরব

৬. বাংলাদেশ-ভারত বিভক্তকারী নদীর নাম কী?
ক) মহানন্দা √খ) হাড়িয়াভাঙ্গা গ) মেঘনা ঘ) নাফ

৭. বাংলাদেশ-মায়ানমার বিভক্তকারী নদীর নাম কী?
√ক) নাফ খ) সাঙ্গুয়া গ) মাতামহুরী ঘ) হাড়িয়াভাঙ্গা

৮. মায়ানমার থেকে বাংলাদেশে কয়টি নদী এসেছে?
ক) ১টি খ) ২টি √গ) ৩টি ঘ) ৪টি

৯. ভারত থেকে বাংলাদেশে নদী এসেছে-
ক) ২৭টি খ) ৩৪টি গ) ৫৩টি √ঘ) ৫৪টি

১০. বিভিন্ন নদীর পুরাতন নাম-
ক) পদ্মা: কীর্তিনাশা খ) গড়াই: গৌরী
গ) বুড়িগঙ্গা: ধোলাইখাল ঘ) ব্রহ্মপুত্র: লৌহিত্য ঙ) যমুনা: জোনাই

১১. বিভিন্ন নদীর নামে ফল ও সবজির নাম-
ক) পদ্মা: তরমুজের নাম খ) যমুনা: মরিচের নাম
গ) চিত্রা: পুঁইশাকের নাম ঘ) মহানন্দা: আমের নাম ঙ) সুরমা: চিচিঙ্গার নাম

১২. বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-
ক) পদ্মা: গঙ্গোত্রী খ) করতোয়া: সিকিম পর্বত
গ) নাফ ও সাঙ্গু: আরাকান পর্বত ঘ) ব্রহ্মপুত্র: মানস সরোবর ঙ) মেঘনা: লুসাই পাহাড়

১৩. কোন নদী বেশি পথ অতিক্রম করেছে?
√ক) মেঘনা খ) মহানন্দা গ) যমুনা ঘ) ব্রহ্মপুত্র

১৪. খরস্রোতা নদী কোনটি?
ক) মহানন্দা খ) মেঘনা √গ) কর্ণফুলী ঘ) যমুনা

১৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
√ক) মেঘনা খ) যমুনা গ) পদ্মা ঘ) সুরমা

১৬. সুন্দরবনের পূর্বে কোন নদী?
ক) রাইমঙ্গল √খ) বলেশ্বর গ) শ্যালানদী ঘ) পশুর নদী

১৭. সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
√ক) রাইমঙ্গল খ) বলেশ্বর গ) শ্যালা ঘ) পশুর

১৮. সুন্দরবনের বড়ো নদী কোনটি?
ক) রাইমঙ্গল √খ) বলেশ্বর গ) শ্যালা ঘ) পশুর

১৯. বাংলাদেশের একটি নদী ভারতে গেছে, তার নাম কী?
√ক) কুলিখ খ) টাঙ্গন গ) পুনর্ভবা ঘ) আত্রাই

২০. বাংলাদেশের কোন নদীটি ভারতে গিয়ে আর ফিরে আসেনি?
√ক) কুলিখ খ) টাঙ্গন গ) পুনর্ভবা ঘ) আত্রাই

২১. বাংলাদেশের সীমান্ত-নদী কয়টি?
ক) ৫৩টি খ) ৫৪টি গ) ৫৬টি √ঘ) ৫৭টি

২২. তিস্তা ও ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে?
√ক) গাইবান্ধা খ) গোয়ালন্দ গ) চাঁদপুর ঘ) খুলনা

২৩. বাংলাদেশের সবচেয়ে ছোটো নদী কোনটি?
ক) কুলিখ খ) টাঙ্গন √গ) গোবরা ঘ) পুনর্ভবা

২৪. নেপাল, ভারত, চীন ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম-
ক) মেঘনা খ) পদ্মা √গ) গঙ্গা ঘ) সুরমা

২৫. মাওয়া ফেরিঘাট কোন জেলায়?
√ক) মুন্সিগঞ্জ খ) মানিকগঞ্জ গ) মাদারীপুর ঘ) জামালপুর

২৬. রূপসা ও ভৈরব কোথায় মিলিত হয়েছে?
√ক) খুলনা খ) চট্টগ্রাম গ) বগুড়া ঘ) চাঁদপুর

২৭. বাঙালি ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
ক) খুলনা খ) চট্টগ্রাম √গ) বগুড়া ঘ) চাঁদপুর

২৮. কর্ণফুলী ও হালদা নদী কোথায় মিলিত হয়েছে?
√ক) চট্টগ্রাম খ) বগুড়া গ) খুলনা ঘ) চাঁদপুর

২৯. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
√ক) গোয়ালন্দ খ) চাঁদপুর গ) বগুড়া ঘ) খুলনা

৩০. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?
ক) গোয়ালন্দ √খ) চাঁদপুর গ) বগুড়া ঘ) খুলনা

৩১. সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
ক) গোয়ালন্দ √খ) আজমেরীগঞ্জ গ) খুলনা ঘ) বগুড়া

৩২. ডাকাতিয়া নদী কোথায়?
ক) চাঁদপুর খ) লক্ষীপুর √গ) খুলনা ঘ) জামালপুর

৩৩. টুঙ্গিপাড়া কোন নদীর তীরে?
√ক) বাঘিয়া খ) মধুমতি গ) আড়িয়াল খাঁ ঘ) সুরমা

৩৪. সুগন্ধা নদী কোন জেলায়?
ক) চাঁদপুর √খ) ঝালকাঠি গ) খুলনা ঘ) বগুড়া

৩৫. বরগুনা কোন নদীর তীরে অবস্থিত?
√ক) বিষখালী খ) সুগন্ধা গ) বাঘিয়া ঘ) মধুমতি

৩৬. পুরুষ নদী কোথায়?
ক) চাঁদপুর খ) ঝালকাঠি গ) খুলনা √ঘ) বগুড়া

৩৭. মহিলা নদী কোথায়?
√ক) দিনাজপুর খ) ঝালকাঠি গ) খুলনা ঘ) বগুড়া

৩৮. বাঙালি নদী কোথায়?
ক) ঝালকাঠি খ) যশোর গ) চাঁদপুর √ঘ) বগুড়া

৩৯. ময়ূরী নদী কোথায়?
ক) ঝিনাইদহ √খ) যশোর গ) বাগেরহাট ঘ) সিলেট

৪০. নদীর প্রশস্ত মোহনাকে কী বলে?
√ক) খাড়ি খ) রাখি গ) বালি ঘ) মুকুট

৪১. জনপদ নদীতে বিলীন হয়ে যাওয়াকে কী বলে?
ক) শিকস্তি খ) নয়স্তি √গ) পয়স্তি ঘ) উদ্বাস্তু

৪২. নদী ভেঙে যাওয়ার পরে অন্য জায়গায় জেগে ওঠাকে বলে-
√ক) শিকস্তি খ) নয়স্তি গ) পয়স্তি ঘ) উদ্বাস্তু

৪৩. বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে?
ক) ১৯৭৪ খ) ১৯৭৭ গ) ১৯৫৭ √ঘ) ১৯৭২

৪৪. বালি নদী কোথায়?
√ক) ঢাকায় খ) মুন্সিগঞ্জে গ) সিলেট ঘ) মেহেরপুর

৪৫. তেতুলিয়া নদী কোথায়?
ক) সিলেট √খ) ভোলা গ) বান্দরবন ঘ) খাগড়াছড়ি

৪৬. সোমেশ্বরী নদী কোথায়?
ক) বিজয়পুর √খ) নেত্রকোণা গ) সিলেট ঘ) যশোর

৪৭. গোমতী নদীর উৎপত্তি কোথায়?
ক) লুসাই পাহাড় √খ) ত্রিপুরা পাহাড়ে গ) বদনাতলী ঘ) মানস সরোবর

৪৮. হালদা নদীর উৎপত্তি কোথায়?
ক) লুসাই পাহাড় খ) ত্রিপুরা পাহাড় √গ) খাগড়াছড়ির বদনাতলী ঘ) মানস সরোবর

৪৯. মনু নদীর উৎপত্তিস্থল কোথায়?
√ক) মিজোরাম পাহাড় খ) ত্রিপুরা পাহাড় গ) লুসাই পাহাড় ঘ) মানস সরোবর

৫০. তিন বিঘা করিডোর কোন নদীর তীরে?
ক) যমুনা খ) সুরমা গ) কুশিয়ারা √ঘ) তিস্তা

৫১. চাঁপাইনবাবগঞ্জ কোন নদীর তীরে?
ক) যমুনা খ) সুরমা গ) তিস্তা √ঘ) মহানন্দা

৫২. রাজশাহী, বরেন্দ্রভূমি ও সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে?
√ক) পদ্মা খ) মেঘনা গ) মধুমতি ঘ) যমুনা

৫৩. নাটোর, নওগাঁ ও গাইবান্ধা কোন নদীর তীরে?
ক) মধুমতি √খ) আত্রাই গ) আড়িয়াল খাঁ ঘ) তিস্তা

৫৪. নরসিংদী কোন নদীর তীরে?
ক) পদ্মা √খ) মেঘনা গ) সুরমা ঘ) যমুনা

৫৫. নোয়াখালী কোন নদীর তীরে?
ক) পদ্মা √খ) মেঘনা ও ডাকাতিয়া গ) সুরমা ঘ) কুশিয়ারা

৫৬. বাংলাদেশের কোন জেলা কোনো নদীর তীরে নয়?
√ক) ফেনী খ) নোয়াখালী গ) লক্ষীপুর ঘ) বাগেরহাট

৫৭. মৌলভীবাজার কোন নদীর তীরে?
√ক) মনু খ) কুশিয়ারা গ) তিস্তা ঘ) সুরমা

৫৮. ব্রাহ্মণবাড়িয়া কোন নদীর তীরে?
ক) মনু খ) কুশিয়ারা √গ) তিতাস ঘ) তিস্তা

৫৯. চন্দ্রঘোনা কোন নদীর তীরে?
√ক) কর্ণফুলী খ) কুশিয়ারা গ) নাফ ঘ) পুনর্ভবা

৬০. শেরপুর কোন নদীর তীরে?
ক) কর্ণফুলী খ) কুশিয়ারা গ) ব্রহ্মপুত্র √ঘ) কংস

৬১. ভোলা কোন নদীর তীরে?
√ক) তেতুলিয়া খ) কুশিয়ারা গ) বলেশ্বর ঘ) খোয়া

৬২. পিরোজপুর কোন নদীর তীরে?
ক) কুশিয়ারা √খ) বলেশ্বর গ) খোয়া ঘ) ভৈরব

৬৩. হবিগঞ্জ কোন নদীর তীরে?
ক) কুশিয়ারা √খ) খোয়া গ) বলেশ্বর ঘ) পশুর

৬৪. চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত?
ক) ফেনী খ) বাগেরহাট √গ) খাগড়াছড়ি ঘ) নোয়াখালী

৬৫. রংপুর, লালমনিরহাট ও নীলফামারী কোন নদীর তীরে?
ক) করতোয়া খ) ধরলা গ) পুনর্ভবা √ঘ) তিস্তা

৬৬. মহাস্থানগড়, পঞ্চগড় ও বগুড়া কোন নদীর তীরে?
√ক) করতোয়া খ) ধরলা গ) পুনর্ভবা ঘ) তিস্তা

৬৭. দিনাজপুর কোন নদীর তীরে?
ক) সুরমা খ) মেঘনা √গ) পুনর্ভবা ঘ) যমুনা

৬৮. ঠাকুরগাঁও কোন নদীর তীরে?
ক) সুরমা √খ) টাঙ্গন গ) ধরলা ঘ) ইছামতি

৬৯. কুড়িগ্রাম কোন নদীর তীরে?
ক) সুরমা √খ) ধরলা গ) টাঙ্গন ঘ) ইছামতি

৭০. পাবনা কোন নদীর তীরে?
ক) টাঙ্গন খ) সুরমা গ) ধরলা √ঘ) ইছামতি

৭১. রূপপুর বিদ্যুৎকেন্দ্র কোন নদীর তীরে?
ক) মেঘনা খ) যমুনা √গ) পদ্মা ঘ) সুরমা

৭২. কুষ্টিয়া কোন নদীর তীরে?
ক) ইছামতি খ) কালীনদী গ) টাঙ্গন √ঘ) গড়াই

৭৩. কোন নদীকে দক্ষিণবঙ্গের লাইফ লাইট বলা হয়?
ক) ইছামতি √খ) গড়াই গ) টাঙ্গন ঘ) তিস্তা

৭৪. শিলাইদহ কোন নদীর তীরে?
ক) মেঘনা খ) যমুনা √গ) পদ্মা ঘ) সুরমা

৭৫. লালন শাহের মাজার কোন নদীর তীরে?
ক) ভৈরব √খ) গড়াই/কালীনদী গ) যমুনা ঘ) টাঙ্গন

৭৬. মেহেরপুর কোন নদীর তীরে?
√ক) ভৈরব খ) টাঙ্গন গ) যমুনা ঘ) গড়াই

৭৭. ঝিনাইদহ কোন নদীর তীরে?
ক) মাথাভাঙ্গা খ) গড়াই গ) রূপসা √ঘ) নবগঙ্গা

৭৮. চুয়াডাঙ্গা কোন নদীর তীরে?
ক) রূপসা √খ) মাথাভাঙা গ) গড়াই ঘ) নবগঙ্গা

৭৯. মাগুরা, বাগেরহাট ও গোপালগঞ্জ কোন নদীর তীরে?
ক) বলেশ্বর খ) পশুর √গ) মধুমতি ঘ) কুশিয়ারা

৮০. নড়াইল কোন নদীর তীরে?
ক) কপোতাক্ষ খ) রূপসা গ) পাঙ্গাসিয়া √ঘ) চিত্রা

৮১. যশোর কোন নদীর তীরে?
ক) রূপসা √খ) কপোতাক্ষ গ) পাঙ্গাসিয়া ঘ) চিত্রা

৮২. খুলনা কোন নদীর তীরে?
√ক) রূপসা খ) কপোতাক্ষ গ) পাঙ্গাসিয়া ঘ) চিত্রা

৮৩. বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোন নদীর তীরে?
√ক) রূপসা খ) কপোতাক্ষ গ) পাঙ্গাসিয়া ঘ) চিত্রা

৮৪. সাতক্ষীরা কোন নদীর তীরে?
ক) রূপসা খ) কপোতাক্ষ √গ) পাঙ্গাসিয়া ঘ) চিত্রা

৮৫. মংলা বন্দর ও সুন্দরবন কোন নদীর তীরে?
ক) কুশিয়ারা খ) শীতলক্ষ্যা গ) বুড়িগঙ্গা √ঘ) পশুর

৮৬. রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন নদীর তীরে?
ক) কুশিয়ারা √খ) পশুর গ) বুড়িগঙ্গা ঘ) শীতলক্ষ্যা

৮৭. রাজবাড়ি কোন নদীর তীরে?
ক) মেঘনা খ) যমুনা √গ) পদ্মা ঘ) সুরমা

৮৮. ফরিদপুর ও মাদারীপুর কোন নদীর তীরে?
√ক) আড়িয়াল খাঁ খ) পুনর্ভবা গ) টাঙ্গন ঘ) কুমার

৮৯. নদী গবেষণা ইনস্টিটিউট কোন নদীর তীরে?
ক) আড়িয়াল খাঁ √খ) কুমার গ) টাঙ্গন ঘ) পুনর্ভবা

৯০. বরিশাল কোন নদীর তীরে?
√ক) কীর্তনখোলা খ) কুমার গ) টাঙ্গন ঘ) পুনর্ভবা

৯১. ধানসিঁড়ি নদী কোথায়?
√ক) বরিশাল খ) কীর্তনখোলা গ) টাঙ্গন ঘ) পুনর্ভবা

৯২. পটুয়াখালী, কলাপাড়া, পায়রা সমুদ্রবন্দর কোন নদীর তীরে?
ক) টাঙ্গন খ) কীর্তনখোলা গ) বিষখালী √ঘ) পায়রা

৯৩. ঝালকাঠি কোন নদীর তীরে?
ক) পায়রা √খ) বিষখালী গ) মকড় ঘ) সমেশ্বরী

৯৪. নেত্রকোণা কোন নদীর তীরে?
ক) পায়রা খ) বিষখালী গ) মহানন্দা √ঘ) মকড়

৯৫. বিজয়পুর কোন নদীর তীরে?
ক) পায়রা √খ) সোমেশ্বরী গ) বিষখালী ঘ) মহানন্দা

৯৬. বাংলাবান্ধা কোন নদীর তীরে?
√ক) মহানন্দা খ) বুড়িগঙ্গা গ) পায়রা ঘ) বিষখালী

৯৭. ঢাকা ও বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে?
√ক) বুড়িগঙ্গা খ) মহানন্দা গ) পায়রা ঘ) বিষখালী

৯৮. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে?
ক) মহানন্দা খ) বিষখালী √গ) শীতলক্ষ্যা ঘ) গোমতী

৯৯. কুমিল্লা কোন নদীর তীরে?
ক) শীতলক্ষ্যা খ) কর্ণফুলী √গ) গোমতী ঘ) শঙ্খ

১০০. চট্টগ্রাম, রাঙামাটি কোন নদীর তীরে?
ক) শীতলক্ষ্যা খ) গোমতী গ) শঙ্খ √ঘ) কর্ণফুলি