‘সঠিক’ কি ভুল শব্দ?

এ প্রশ্নটি অত্যন্ত বিব্রতকর। কেননা ‘সঠিক’ শব্দটি সকল নির্ভরযোগ্য বাংলা অভিধানেই অন্তর্ভুক্ত থাকার পরও কেউ কেউ বলতে চান- ‘সঠিক’ শব্দটি ভুল। তাদের মতে, ‘ঠিক’ শব্দটির সঙ্গে ‘স’ উপসর্গ যুক্ত হয়ে একটি বাহুল্য দোষ সৃষ্ট হয়েছে। আসলেই কি তা-ই? চলুন, দেখা যাক।

ঠিক:
এ শব্দটি এসেছে সংস্কৃত মূল ‘স্থিত’ থেকে। বিবর্তনটি ঘটেছে এভাবে: স্থিত > ঠিঅ > ঠিক।
অর্থ ও ব্যবহার:
‘ঠিক’ শব্দটি নানাবিধ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো নিম্নরূপ:
১. স্থির। যেমন: এখনও কিছু ঠিক হয়নি।
২. নির্ধারিত। যেমন: দিনক্ষণ ঠিক করা আছে।
৩. যথার্থ, সত্য। যেমন: ঠিক কথা, খবরটা ঠিক নয়।
৪. নির্ভুল। যেমন: হিসাবটা ঠিক আছে।
৫. অবিকল, কমবেশি নয় এমন। যেমন: ছেলেটা ঠিক ওর বাবার মতো, ঠিক দুদিন পর আসবো।
৬. দোষমুক্ত। যেমন: ঠিক পথে চলো।
৭. প্রস্তুত। যেমন: জামাকাপড় পরে ঠিক হও।
৮. বিন্যস্ত, পরিপাটি। যেমন: চুলটা ঠিক করে দাও।
৯. পরিগণিত, বিবেচিত। যেমন: কাজটা করা উচিত বলে আমরা ঠিক করেছি।
১০. শাসিত, জব্দ। যেমন: ওকে মেরে ঠিক করতে হবে।
১১. স্বাভাবিক বা সুস্থ অবস্থা। যেমন: ওর মাথা ঠিক নেই।
১২. নিশ্চিতভাবে, নিশ্চয়। যেমন: ঠিক জানি, ঠিক যাবো।

সঠিক:
‘ঠিক’ শব্দটির সঙ্গে ‘স’ উপসর্গ যুক্ত হয়ে এ শব্দটি গঠিত হয়েছে। এখানে ‘স’ উপসর্গটি ‘অতিশয়’ (অত্যন্ত, খুব) অর্থে ব্যবহৃত হয়েছে।
অর্থ: ওপরের বিশ্লেষণ থেকেই বোঝা যাচ্ছে যে, ‘সঠিক’ শব্দটি ব্যবহৃত হয় ‘সম্পূর্ণ ঠিক’ বা ‘খাঁটি’ অর্থে। এছাড়া এটি ‘ঠিকমতো’ অর্থেও ব্যবহৃত হয়। যেমন: সঠিক জানা (ঠিকমতো জানা)।

সুতরাং দেখা যাচ্ছে, ‘ঠিক’ শব্দটি অনেকগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। পক্ষান্তরে ‘সঠিক’ শব্দটি ব্যবহৃত হয় কেবল ‘সম্পূর্ণ ঠিক’, ‘খাঁটি’, ‘নির্ভুল’ ও ‘যথার্থ’ অর্থে।

সিদ্ধান্ত: ‘সঠিক’ শব্দটি নিঃসন্দেহে সঠিক।