শব্দের শেষ বর্ণের আগে অনুস্বার (ং) থাকলে

শব্দের শেষ বর্ণের আগে অনুস্বার (ং) থাকলে শেষের বর্ণটি ও-কারযোগে উচ্চারণ করতে হবে।

যেমন: বংশ। এখানে শেষ বর্ণ ‘শ’-এর আগে অনুস্বার (ং) আছে। তাই এখানে ‘শ’-টির
উচ্চারণ ও-কারযোগে ‘শো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘বঙ্ শো’ (‘বঙ্ শ’ নয়)।

আরও উদাহরণ:
কংস (কঙ্ শো), ধ্বংস (ধঙ্ শো), অংশ (অঙ্ শো), হংস (হঙ্ শো)।