শব্দের শেষে হ/য় থাকলে

শব্দের শেষে ‘হ’ বা ‘য়’ থাকলে তার আগের বর্ণের সাথে যুক্ত এ-কার ‘এ’-এর মতো এবং উক্ত ‘হ/য়’ ও-কারযোগে উচ্চারিত হবে।
যেমন: কেহ। এখানে শেষে ‘হ’ থাকার ফলে এর আগের বর্ণের সাথে যুক্ত এ-কারের উচ্চারণ ‘এ’- এর মতো (কে) হবে; এবং উক্ত ‘হ’-এর উচ্চারণ ও-কারযোগে ‘হো’-এর মতো হবে। সুতরাং এ শব্দটির উচ্চারণ হবে ‘কেহো’।

আরও উদাহরণ: দেহ (দেহো), এহ (এহো), দেয় (দেয়ো), পেয় (পেয়ো)।