‘য-ফলা + আ-কার’-এর উচ্চারণ

‘য-ফলা + আ-কার’-এর উচ্চারণ দু-রকম হয়ে থাকে।
১. শব্দের শুরুতে ‘য-ফলা + আ-কার’ থাকলে তার উচ্চারণ হবে ‘অ্যা’-এর মতো।
যেমন: ব্যাকরণ। এখানে ‘য-ফলা + আ-কার’ আছে শব্দের শুরুতে। তাই এখানে এর উচ্চারণ হবে ‘অ্যা’-এর মতো। সুতরাং এ শব্দটির উচ্চারণ হবে ‘ব্যাকরোন্’।

২. ‘য-ফলা + আ-কার’ শব্দের মধ্যে বা শেষে থাকলে সঙ্গে থাকা বর্ণটি দ্বিত্বরূপে (দুই বার) উচ্চারণ করতে হবে।
যেমন: বিদ্যা। এখানে ‘য-ফলা + আ-কার’ শব্দের শেষে আছে। তাই এখানে সঙ্গে থাকা ‘দ’ বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘বিদ্ দা’।

আরও উদাহরণ:
ব্যাবসা (ব্যাব্ শা), ব্যাপার (ব্যাপার্), ব্যাখ্যা (ব্যাক্ খা), হত্যা (হোত্ তা), বন্যা (বোন্ না)।