‘ভূত’ থাকলেই ঊ-কার

শব্দের মধ্যে কোনও স্থানে ‘ভূত’ শব্দটি থাকলেই উক্ত ‘ভূত’ বানানে ঊ-কার (ূ) হবে।উদাহরণ: ভূত, ভূতুড়ে, ভূতপূর্ব, অভূতপূর্ব, অঙ্গীভূত, অভিভূত, আবির্ভূত, উদ্ভূত, একীভূত, ঘনীভূত, দ্রবীভূত, পরাভূত, প্রভূত, বশীভূত, সম্ভূত, কিম্ভূতকিমাকার।

ব্যতিক্রম: ‘অদ্ভুত’ শব্দটিতে ‘ভূত’ হবে না; ‘ভুত’ হবে।

দ্রষ্টব্য: বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধান (সংস্করণ: এপ্রিল ২০১৮) অনুযায়ী, ‘ভূতুড়ে’ বানানটিই সঠিক। তবে এর বিকল্প বানান হিসেবে ‘ভুতুড়ে’ শব্দটিও শুদ্ধ বলেই বিবেচিত হবে। এ বিষয়ে আরও আলোচনা পাবেন ভূতুড়ে বনাম ভুতুড়ে-তে।

উল্লেখ্য, ড. মাহবুবুল হক তাঁর রচিত ‘খটকা বানান অভিধান’-এ ‘ভুতুড়ে’ বানানটিকেই ‘মূল বানান’ দেখিয়ে বিকল্প বানান হিসেবে ‘ভূতুড়ে’ শব্দটির উল্লেখ করেছেন।