ভাবি বনাম ভাবী

‘ভাবি’ ও ‘ভাবী’-কে নিয়ে সমস্যায় পড়েন না এমন মানুষ কমই আছেন। ভাবাভাবি বাদ দিয়ে, চলুন শিখে নিই দ্রুত।

ভাবি:
এ শব্দটি দু-রকম অর্থে ব্যবহৃত হতে পারে।
১. ক্রিয়া (কাজ) অর্থে: ভাবনা করি।
যেমন: আমি অহর্নিশ তোমার কথাই ভাবি।
২. বিশেষ্য পদ হিসাবে: ভাইয়ের স্ত্রী।
যেমন: ইনি আমার বড়ো ভাবি।

ভাবী:
এ শব্দটির বিশ্লেষণ হলো: √ভূ + ইন্
এর অর্থ- ভবিষ্যতে হবে এমন।
যেমন: সে আমার ভাবী স্ত্রী। (‘ভবিষ্যতে স্ত্রী হবে’ বোঝাচ্ছে)