ভাষা, ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ

১। ভাষা, বাক্য ও শব্দের উপাদান কী?
ক) বাক্য খ) শব্দ √গ) ধ্বনি ঘ) বর্ণ

২। ভাষার উপকরণ বা একক কী?
ক) ধ্বনি খ) শব্দ √গ) বাক্য ঘ) বর্ণ

৩। বাক্যের উপকরণ বা একক কী?
ক) ধ্বনি খ) প্রতীক গ) বর্ণ √ঘ) শব্দ

৪। শব্দের উপকরণ বা একক কী?
ক) প্রতীক √খ) বর্ণ গ) ধ্বনি ঘ) অর্থ

৫। বাক্যের উৎস কী?
ক) ধ্বনি খ) শব্দ √গ) ভাষা ঘ) বাক্য

৬। ধ্বনির লিখিত রূপকে কী বলে?
ক) ভাষা খ) শব্দ গ) বাক্য √ঘ) লিপি

৭। খাঁটি বাংলা বর্ণ কয়টি?
ক) ৫০ খ) ৪৭ √গ) ৪৯ ঘ) ৪৮

৮। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কতটি?
ক) ৫টি খ) ৬টি √গ) ৭টি ঘ) ৮টি

৯। কোন স্বরবর্ণটি পুরোপুরি স্বরবর্ণ নয়?
ক) ঐ √খ) ঋ গ) ঔ ঘ) ঈ

১০। বাংলা বর্ণমালায় কোন বর্ণটিকে স্বতন্ত্র বর্ণ বলে?
√ক) ক্ষ খ) হ্ম গ) জ্ঞ ঘ) ষ্ণ

১১। বাংলা বর্ণমালায় কোন বর্ণটিকে ‘নিলীন’ বর্ণ বলে?
ক) ল √খ) অ গ) শ ঘ) ঞ

১২। নিচের কোন বর্ণটি মহাপ্রাণ বর্ণ?
ক) গ খ) ড গ) দ √ঘ) ভ

১৩। নিচের কোন দুটি বর্ণকে অযোগবাহ বর্ণ বলে?
√ক) ং, ঃ খ) ৎ, ঁ গ) শ, ষ ঘ) ক্ষ, হ্ম

১৪। অ এর উচ্চারণস্থান কোথায়?
ক) দন্ত্য √খ) কণ্ঠ্য গ) মূর্ধন্য ঘ) তালব্য

১৫। উপভাষার অপর নাম ………. ভাষা।
√ক) আঞ্চলিক খ) চলিত গ) কথ্য ঘ) লেখ্য

১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
ক) চার খ) তিন √গ) দুই ঘ) পাঁচ

১৭। বাংলা লিপির রূপকার কে ছিলেন?
ক) পতঞ্জলি খ) পঞ্চানন কর্মকার √গ) চার্লস উইলকিন্স ঘ) বাল্মীকি

১৮। নাসিক্য বর্ণ কয়টি?
√ক) ৭টি খ) ৬টি গ) ৮টি ঘ) ১১টি

১৯। ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি √গ) ৪টি ঘ) ৫টি

২০। কোন দেশের ভাষার নিজস্ব কোনো লিপি নেই?
ক) মায়ানমার খ) ভারত গ) কোরিয়া √ঘ) চীন

২১। বাক্যের মৌলিক অংশ কী?
ক) পদ √খ) শব্দ গ) ধ্বনি ঘ) ভাষা

২২। ভাবের উৎসই হচ্ছে-
ক) শব্দ খ) বর্ণ গ) কাল √ঘ) ভাষা

২৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক) সংস্কৃত √খ) বঙ্গকামরূপী গ) প্রাকৃত ঘ) পালি

২৪। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে?
ক) ৫টি খ) ৬টি √গ) ৭টি ঘ) ৩টি

২৫। বাংলা ভাষার উষ্মবর্ণ মোট কয়টি?
ক) দুই খ) তিনটি √গ) চারটি ঘ) পাঁচটি

২৬। কোনগুলো বর্গীয় বর্ণ নয়?
ক) চ,ছ,জ,ঝ,ঞ খ) ত,থ,দ,ধ,ন
গ) ট,ঠ,ড,ঢ,ণ √ঘ) য,র,ল,শ,ষ

২৭। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রসস্বর আছে?
ক) ৫টি খ) ৬টি √গ) ৪টি ঘ) ৩টি

২৮। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
ক) গৌড়ীয় প্রকৃত খ) মাগধী প্রাকৃত √গ) মাগধী অপভ্রংশ ঘ) গৌড়ী অপভ্রংশ

২৯। দাপ্তরিক ভাষা হিসেবে সারা বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
ক) ৪র্থ খ) ৭ম √গ) ১০ম ঘ) ১২তম

৩০। বাংলা লিপির জনক পঞ্চানন কর্মকার পেশায় কী ছিলেন?
√ক) কাঠ খোদাইকারী খ) স্বর্ণকার গ) ভাস্কর ঘ) রাজমিস্ত্রী

৩১। সারা বিশ্বে কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে?
ক) ১০% খ) ৮% √গ) ২.৬৮% ঘ) ৩.৩৮%

৩২। রবীন্দ্রনাথ ঠাকুর যে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন-
ক) চলিষ্ণু বাংলা ব্যাকরণ √খ) বাংলা শব্দতত্ত্ব গ) চলন্তিকা বাংলা ব্যাকরণ ঘ) গৌড়ি ব্যাকরণ

৩৩। বাংলা বর্ণমালায় সাধারণত নিচের কোন দুটি বর্ণের সংবৃত ও বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
ক) ই, ঈ খ) অ, ঊ গ) আ, ঐ √ঘ) অ, এ

৩৪। খাঁটি বাংলা বা তদ্ভব শব্দে নিচের কোন ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
ক) ই খ) ঈ √গ) এ ঘ) ঐ

৩৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণের সংখ্যা কয়টি?
√ক) ১টি খ) ২টি ঘ) ৪টি ঘ) ৬টি

৩৬। ‘হ’ ধ্বনিটি কোন ধরনের ধ্বনি?
ক) অযোগবাহ ধ্বনি খ) অঘোষ অল্পপ্রাণ √গ) ঘোষ মহাপ্রাণ ঘ) অন্তঃস্থ ধ্বনি

৩৭। কোন পণ্ডিত ব্যক্তি ‘চলিষ্ণু অভিধান’ বলে সম্বোধিত হন?
ক) ড. মুহাম্মদ এনামুল হক খ) ড. সুনীতিকুমার গ) ড. আহমদ শরীফ √ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

৩৮। বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে ছিলেন?
ক) ড. আহম্মদ শরীফ খ) ড. মুহাম্মদ এনামুল √গ) জিল্লুর রহমান সিদ্দিকী ঘ) ড. আনিসুজ্জামান

৩৯। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
ক) ফলা √খ) কার গ) কিরি ঘ) কারা

৪০। ‘ম’ ধ্বনির স্বরূপ হচ্ছে-
ক) ওষ্ঠ্য-অঘোষ-নাসিক্য খ) ওষ্ঠ্য-ঘোষ-মহাপ্রাণ √গ) ওষ্ঠ্য-ঘোষ-নাসিক্য ঘ) ওষ্ঠ্য-ঘোষ অল্পপ্রাণ

৪১। নিচের কোনটি অঘোষ অল্পপ্র্রাণ ধ্বনি?
ক) ভ খ) ঠ গ) ফ √ঘ) চ

৪২। চলিত রীতিতে কোন শব্দের প্রাধান্য বেশি দেখা যায়?
ক) তৎসম খ) সংস্কৃত √গ) তদ্ভব গ) অর্ধ-তৎসম

৪৩। কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত বর্ণ-
√ক) আ খ) ই গ) ঈ ঘ) ও

৪৪। ঘোষ মহাপ্রাণ বর্ণ কোনটি?
√ ক) ঢ খ) ড গ) ণ ঘ) প

৪৫। স্বরবর্ণে অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ২টি ও ৪টি √খ) ১টি ও ৪টি গ) ২টি ও ৩টি ঘ) ৩টি ও ৪টি

৪৬। কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক) ঘ খ) ঠ √গ) প ঘ) থ

৪৭। ‘অ্যা’ একটি-
ক) স্বরধ্বনি √খ) মৌলিক স্বরধ্বনি গ) যৌগিক স্বরধ্বনি ঘ) ব্যঞ্জন ধ্বনি

৪৮। ওষ্ঠ্যব্যঞ্জনের উদাহরণ কোন গুচ্ছ?
ক) দ, ধ খ) ত, থ √গ) ব, ভ ঘ) চ, ছ

৪৯। কোনটি মহাপ্রাণ বর্ণ?
ক) ব খ) হ গ) ক √ঘ) ঢ

৫০। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক) কবিতার পংক্তিতে খ) গানের কলিতে √গ) নাটকের সংলাপে ঘ) গল্পের কলিতে

৫১। বাংলা ব্যাকরণে ধ্বনির পরিবর্তন কেন করা হয়?
ক) বানান সুবিধার জন্য খ) অর্থগত ভাবের জন্য
√গ) উচ্চারণ সুবিধার জন্য ঘ) বাক্য গঠনের সুবিধার জন্য

৫২। দন্ত্য বর্ণ নয়-
ক) ত খ) ধ গ) ন √ঘ) প

৫৩। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক ও মুখ দিয়ে একই সাথে বেরিয়ে যায় তাকে কী বলে?
ক) অনুনাসিক √খ) নাসিক্য গ) পার্শ্বিক ঘ) স্পৃষ্ট

৫৪। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়?
ক) ং খ) ঃ গ) ঁ √ঘ) ৎ

৫৫। কোনগুলো উষ্মবর্ণ?
ক) ক,খ,গ,ঘ,ঙ খ) প,ফ,ব,ভ,ম
√গ) শ,স,ষ,হ ঘ) খ,ছ,ঠ,থ,ফ

৫৬। নিচের কোনটি ‘নাসিক্য ধ্বনি’ নয়?
ক) ঙ খ) ঞ গ) ম √ঘ) ল

৫৭। কোনগুলি মহাপ্রাণ ধ্বনি?
ক) ক, খ, গ খ) ছ, জ, ঝ
√গ) খ, ঘ, ছ ঘ) ট, ত, থ

৫৮। পরিস্কার ও পুরষ্কার শব্দ দুটির মধ্যে কোনটি সঠিক?
ক) দুটোই খ) ১মটি গ) ২য়টি √ঘ) কোনোটিই নয়

৫৯। বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
ক) ক-বর্গের খ) ট-বর্গের গ) ত-বর্গের √ঘ) প-বর্গের

৬০। বাংলা ব্যঞ্জনবর্ণের বিন্যাসে কয়টি বর্গ লক্ষ করা যায়?
ক) তিনটি খ) চারটি √গ) পাঁচটি ঘ) ছয়টি

৬১। বর্ণ ও ধ্বনির পার্থক্য কী?
ক) ধারণামাত্র √খ) চিহ্ন ও অর্থ প্রকাশ গ) উচাচারণগত ঘ) অনর্থজ্ঞাপক

৬২। অভিধানে ‘ক্ষ’ বর্ণ কোথায় থাকে?
ক) খ-বর্ণের পরে খ) হ-বর্ণের পরে
গ) য়-বর্ণের পরে √ঘ) ক-বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে

৬৩। ঠোঁটের সংস্পর্শে উচ্চারিত ধ্বনি কোনগুলো?
ক) ত থ দ ধ ন √খ) প ফ ব ভ ম
গ) ট ঠ ড ঢ ণ ঘ) য র ল ব হ

৬৪। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি দেখা যায়?
√ক) তৎসম খ) তদ্ভব গ) বিদেশি ঘ) দেশি

৬৫। অঞ্জলী অঞ্জলি পেতে বসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলী পাঠ করছিল।- এখানে কোন শব্দটি সঠিক?
ক) ১মটি √খ) ২য়টি গ) ৩য়টি ঘ) ৩টি বানানই সঠিক

৬৬। রহিম ‘অদ্ভুত’ ধরনের একটা ‘ভূত’ দেখে ‘কিম্ভুতকিমাকার’ হয়ে গেল।- এখানে কোন বানানটি সঠিক?
√ ক) ১ম ও ২য় খ) ২য় ও ৩য় গ) ১ম ও ৩য় ঘ) ৩ বানানই ভুল

৬৭। রহিম একজন ‘প্রতিযোগি’ হিসেবে যে ‘প্রতিযোগীতায়’ জয়ী হল সেখানে সবাই তাকে ‘সহযোগিতা’ করেছিল। এখানে কোন বানানটি সঠিক?
ক) ১মটি খ) ২য়টি √গ) ৩য়টি ঘ) ৩টি বানানই ভুল

৬৮। ফলাযুক্ত শব্দ কোনটি?
√ক) পল্লব খ) শক্ত গ) লিপ্সা ঘ) কর্জ

৬৯। সর্বপ্রথম কে বানান সমস্যার কথা অনুধাবন করে সঠিক বানান প্রণয়নের জন্য পদক্ষেপ নিতে বলেন?
ক) রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
√গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) কাজী নজরুল ইসলাম

৭০। ‘কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি’ কত সালে বানানের সঠিক নিয়মনীতি
প্রকাশ করে?
ক) ১৯৩৫ সালে √খ) ১৯৩৬ সালে গ) ১৯৩৭ সালে ঘ) ১৯৩৮ সালে

৭১। করিম পোষ্ট অফিসের সামনে স্টুডিও থেকে ছবি নিয়ে ষ্টেশন মাষ্টারকে দিল। ষ-ত্ব
বিধান অনুযায়ী কয়টি ভুল আছে?
√ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি

৭২। ‘কুশপুত্তলিকা’ শব্দের আভিধানিক অর্থ-
√ক) কুশনির্মিত পুতুল খ) কোনো ব্যক্তির প্রতীক মূর্তি
গ) খেলনার পুতুল ঘ) কুশকায় পদার্থ

৭৩। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে হয়েছে?
ক) ষষ্ঠ শতাব্দীতে খ) দশম শতাব্দীতে √গ) সপ্তম শতাব্দীতে ঘ) নবম শতাব্দীতে

৭৪। ‘হ’ একটি-
ক) কণ্ঠ্য ধ্বনি খ) তালব্য ধ্বনি গ) মূর্ধন্য ধ্বনি √ঘ) উষ্ম ধ্বনি

৭৫। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে?
√ক) ১৮০১ খ) ১৯০১ গ) ২০০১ ঘ) ১৮৭৫

৭৬। ‘বঙ্গ-কামরূপী’ থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি?
√ক) অসমিয়া খ) উড়িয়া গ) হিন্দি ঘ) ব্রজবুলি

৭৭। চলিত রীতির নিয়মে ব্যবহারযোগ্য শব্দ কোনটি?
ক) ব্যাঘ্র √খ) পাওনা গ) প্রাপ্য ঘ) কূপ

৭৮। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
ক) মিশ্ররীতি খ) কথ্যরীতি গ) চলিতরীতি √ঘ) সাধুরীতি

৭৯। বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা হলো-
ক) চলিত ভাষা
√খ) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, ব্যঞ্জনা
গ) ভাষার ব্যঞ্জনা
ঘ) প্রমিত উচ্চারণ

৮০। লেখ্য ভাষার দুটি রূপের নাম কী?
√ক) সাধু ও চলিত খ) লেখ্য ও আঞ্চলিক
গ) সাধু ও আঞ্চলিক ঘ) আঞ্চলিক ও সর্বজনীন

৮১। য,র,ল- এগুলো কোন ধরনের বর্ণ?
ক) ঘোষবর্ণ √খ) অন্তঃস্থ বর্ণ গ) অঘোষবর্ণ ঘ) উষ্মবর্ণ

৮২। মহাপ্রাণ বর্ণ কোনটি?
ক) দ খ) জ গ) র √ঘ) ঝ

৮৩। বাংলা ভাষা কোন প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত হয়েছে?
√ক) মাগধী প্রাকৃত খ) গৌড়ী প্রাকৃত গ) শৌরসেনী প্রাকৃত ঘ) পৈশাচিক প্রাকৃত

৮৪। বাংলা ভাষার প্রধান দুটি রূপ কী কী?
√ক) কথ্য ও লেখ্য খ) কথ্য ও আঞ্চলিক গ) আঞ্চলিক ও সার্বজনীন ঘ) লেখ্য ও আঞ্চলিক

৮৫। মধ্যযুগের বাংলা ভাষার বিস্তৃতিকাল-
ক) ৬৫০-১২০০ খ্রি. √খ) ১২০১-১৮০০ খ্রি.
গ) ১৪০১-১৬০০ খ্রি. ঘ) ১৬০১-১৫০০ খ্রি.

৮৬। মাতৃভাষার বিবেচনায় বাংলা চতুর্থ, জনসংখ্যার ভিত্তিতে (২০২০ সালে) কত?
ক) ৭ম খ) ৯ম গ) ৬ষ্ঠ √ঘ) ৫ম

৮৭। বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে?
ক) তাম্রলিপি √খ) ব্রাহ্মীলিপি গ) দেবনাগরী ঘ) রোমান

৮। রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কী?
ক) মাগধীয় ব্যাকরণ খ) বাংলা ব্যাকরণ
√গ) গৌড়ীয় ব্যাকরণ ঘ) ভাষা ব্যাকরণ

৮৯। বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগ কোনটি?
ক) ৯০০-১২০০ খ্রি. খ) ৮০০-১১০০ খ্রি.
গ) ১০০০-১২০০ খ্রি. √ঘ) ৮০০-১২০০ খ্রি.

৯০। বাংলা লিপির উৎস কী?
ক) সংস্কৃত খ) তাম্র √গ) ব্রাহ্মী ঘ) গুহচিত্র

৯১। বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন?
ক) ৬০০ বছর √খ) ২৫০ বছরের বেশি গ) ৪০০ বছর ঘ) ৪৫০ বছরের বেশি

৯২। বাংলা ভাষার উদ্ভব হয়েছে-
ক) ইন্দো-ইরানীয় থেকে খ) মঙ্গোলয়েড থেকে
√গ) ইন্দো-ইউরোপীয় থেকে ঘ) সেমেটিক-ভাষাগোষ্ঠী থেকে

৯৩। ভাষার প্রধান উপাদান কী?
ক) শব্দ খ) ধাতু গ) বর্ণ √ঘ) ধ্বনি

৯৪। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
√ক) গৌড়ীয় প্রাকৃত খ) গৌড়ী সেন প্রাকৃত
গ) মাগধী প্রাকৃত ঘ) গৌড়ী অপভ্রংশ

৯৫। বাংলা ভাষা কোন ভাষা-পরিবারের সদস্য?
ক) বান্টু √খ) ইন্দো-ইউরোপীয়
গ) সেমেটিক-হেমেটিক ঘ) অস্টিক

৯৬। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক) ল খ) ব গ) ঢ √ঘ) র

৯৭। কোনটি সাধু ভাষার অন্যতম বৈশিষ্ট্য?
√ক) ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ খ) বিশেষ্য ও বিশেষণ রূপ পূর্ণাঙ্গ
গ) অনুসর্গের রূপ সংক্ষিপ্ত ঘ) সর্বনামের রূপ সংক্ষিপ্ত

৯৮। নিচের কোনটি ব্যাকরণের আলোচ্য অংশ নয়-
√ক) সাহিত্যতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) ধ্বনিতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব

৯৯। ‘তৎসম’ শব্দের মানে হলো-
ক) বাংলা ও সংস্কৃত ভাষায় ব্যবহৃত এজমালি শব্দ √খ) সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ
গ) হিন্দি ও উর্দু ভাষা থেকে আগত শব্দ ঘ) আরবি-ফারসি ভাষা থেকে আগত শব্দ

১০০। কোন লিপি বিবর্তিত হয়ে বাংলা লিপির জন্ম-
ক) খরোষ্ঠী লিপি খ) কীলক লিপি √গ) ব্রাহ্মী লিপি ঘ) চিত্রলিপি

১০১। সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়েছে-
ক) প্রথম অনুচ্ছেদে খ) দ্বিতীয় অনুচ্ছেদে √গ) তৃতীয় অনুচ্ছেদে ঘ) চতুর্থ অনুচ্ছেদে

১০২। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’-কে বলে-
ক) তালব্য স্বরধ্বনি খ) পশ্চাৎ স্বরধ্বনি গ) বিবৃত স্বরধ্বনি √ঘ) সম্মুখ স্বরধ্বনি

১০৩। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক) বিদেশি খ) দেশি গ) তদ্ভব √ঘ) তৎসম

১০৪। ‘উপভাষা’ বলতে কোনটি বোঝায়?
ক) সাধু ভাষা খ) প্রমিত চলতি ভাষা গ) লেখ্য ভাষা √ঘ) অঞ্চলবিশেষে ব্যবহৃত মুখের ভাষা

১০৫। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক) উপমা দোষ খ) উৎপ্রেক্ষা দোষ গ) বাহুল্য দোষ √ঘ) গুরুচণ্ডালী দোষ

১০৬। ‘প্রাকৃত’ শব্দের ভাষাগত অর্থ কী?
ক) মূর্খদের ভাষা খ) পণ্ডিতদের ভাষা গ) লেখকদের ভাষা √ঘ) কোনোটিই নয়

১০৭। বাংলা সাহিত্যের সময়কালকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই √খ) তিন গ) চার ঘ) পাঁচ

১০৮। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহার?
ক) পুজো √খ) যদ্যপি গ) আজ ঘ) কাঁটা

১০৯। কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
ক) যশোর খ) ঢাকা √গ) কলকাতা ঘ) বিহার

১১০। বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে জাত বলে মনে করা হয়?
ক) শৌরসেনী খ) মাগধী গ) পৈশাচিক √ঘ) কোনটিই নয়

১১১। শব্দের ক্ষুদ্রতম মৌলিক অংশের নাম কী?
ক) ধ্বনি √খ) রূপ গ) প্রত্যয় ঘ) কোনোটিই নয়

১১২। কোনটি নাসিক্য ধ্বনি?
ক) ঔ √খ) ম গ) য় ঘ) হ

১১৩। ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক-
ক) ডরসন √খ) উইলিয়াম থমস গ) হেনী গ্রাসি ঘ) কোনোটিই নয়

১১৪। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন-
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরি √ঘ) চার্লস উইলকিন্স

১১৫। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
ক) ৪টি খ) ৩টি √গ) ২টি ঘ) ১টি

১১৬। দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে?
ক) ধ্বনির খ) শব্দের গ) অর্থের √ঘ) ভাষার

১১৭। কোনটি যৌগিক স্বরধ্বনি?
ক) ও খ) উ গ) এ √ঘ) ঐ

১৮। সাধু ও চলিত ভাষার পার্থক্য-
ক) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে √খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ) বাক্যের সরলতা ও জটিলতায় ঘ) সবকটি

১১৯। বাংলা ভাষায় ‘কার’ কয়টি?
ক) ৮টি √খ) ১০টি গ) ২০টি ঘ) ২৫টি

১২০। ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?
ক) আর্য খ) শ্লোভীয় √গ) প্রাকৃত ঘ) পালি

১২১। ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
ক) ১টি খ) ২টি √গ) ৩টি ঘ) ৪টি

১২২। বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় কোন যুগে?
ক) প্রাচীন যুগে খ) মধ্যযুগে √গ) সেনযুগে ঘ) আধুনিক যুগে

১২৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক) মারাঠি √খ) অপভ্রংশ গ) অসমিয়া ঘ) ওড়িয়া

১২৪। বাংলা ভাষার কথ্য রূপ কয়টি?
ক) ৪টি √ খ) ৩টি গ) ২টি ঘ) ১টি

১২৫। বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
√ক) সাধু খ) চলিত গ) কথ্য ঘ) লেখ্য

১২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা কয়টি?
√ক) আটটি খ) নয়টি গ) সাতটি ঘ) দশটি

১২৭। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক) আভিজাত্য খ) পদ বিন্যাস সুনির্দিষ্ট গ) কাঠামো অপরিবর্তিত √ঘ) কৃত্রিমতা

১২৮। কোন বর্ণটি সংস্কৃত থেকে এসেছে?
ক) ঈ √খ) ঋ গ) ঐ ঘ) ঞ

১২৯। ‘বাক্যতত্ত্ব’-এর ইংরেজি পরিভাষা কী হবে?
ক) Phonology খ) Morphology √গ) Syntax ঘ) Semantics

১৩০। কোনগুলি শিশ্ ধ্বনি?
ক) ঙ, ঞ, ন √খ) শ, স, ষ গ) প, ফ, ভ ঘ) য, র, ল

১৩১। ‘ব্যবসা-বাণিজ্যে সততা ও নিষ্ঠার অভাবই বর্তমানে জাতির সমস্যা হয়ে দাঁড়াইয়াছে।’- চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
√ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট

১৩২। ‘কার’ কিসের চিহ্ন?
√ক) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ খ) ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ
গ) স্বরধ্বনির ধ্বনিচিহ্ন ঘ) ব্যঞ্জনবর্ণের ধ্বনিচিহ্ন

১৩৩। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
ক) হইল, তারা √খ) তুলা, বন্য গ) শুষ্ক, মাথা ঘ) তাঁরা, ওকে

১৩৪। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
√ক) বর্ণ খ) পদ গ) কারক ঘ) সমাস

১৩৫। মাগধী ও গৌড়ীয় প্রাকৃত অনুসারে বাংলা ভাষার বয়স কত বছর?

√ক) ১০০০ খ) ১২০০ গ) ১৫০০ ঘ) ২০০০

১৩৬। ‘অলি-গলি’ শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলা হয়-
ক) দ্বিরুক্ত ধ্বন্যাত্মক শব্দ খ) দ্বিরুক্ত অনুকার শব্দ
গ) অনুকার শব্দদ্বৈত √ঘ) দ্বিরুক্ত অনুচর শব্দ

১৩৭। ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
√ক) বিশেষভাবে বিশ্লেষণ খ) বিশেষভাবে বিভাজন
গ) বিশেষভাবে পর্যালোচনা ঘ) বিশেষভাবে বিয়োজন

১৩৮। ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) রূপতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) ভাষাতত্ত্ব √ঘ) বাক্যতত্ত্ব

১৩৯। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
√ক) ফলা খ) কার গ) অক্ষর খ) ধ্বনিমূল

১৪০। ‘ব্যাকরণ’ শব্দের বিশ্লেষিত রূপ কোনটি?
ক) বি+আ+কৃ+অণ খ) বী+আ+কৃ+অন
√গ) বি+আ+কৃ+অন ঘ) বি+আ+কৃ+অন্চ

১৪১। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
√ক) ধ্বনিতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) পদক্রম

১৪২। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?
ক) ইংরেজি খ) ফরাসি গ) সংস্কৃত √ঘ) পর্তুগিজ

৪৩। ভাষার প্রধান উপাদান-
√ক) শব্দ খ) বর্ণ গ) ধাতু ঘ) নামশব্দ

১৪৪। ভাষার মৌলিক উপাদান কোনটি?
ক) বর্ণ খ) শব্দ √গ) ধ্বনি ঘ) বাক্য

১৪৫। বর্ণ হল-
ক) শব্দের ক্ষুদ্রতম অংশ খ) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
√গ) ধ্বনি নির্দেশক প্রতীক ঘ) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

১৪৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
√ক) ২টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৬টি

১৪৭। বাক্যের মৌলিক উপকরণ কোনটি?
ক) ভাব √খ) শব্দ গ) বর্ণ ঘ) ধ্বনি

১৪৮। কে দার্শনিক-বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণি বলে মনে করেন?
√ক) মুহম্মদ এনামুল হক খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) সুনীতিকুমার ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৪৯। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কী বলা হয়?
√ক) রূপ খ) ধ্বনি গ) সন্ধি ঘ) বর্ণ

১৫০। কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?
√ক) মনস্তত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) রূপতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব

১৫১। নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি?
√ক) আয় খ) আম গ) ঝুপ ঘ) লিলি

১৫২। নিচের কোনটি দ্বিস্বরধ্বনি?
ক) বিবি খ) রিরি গ) রদ √ঘ) ইয়ে

১৫৩। ‘গৌড়ীয় ব্যাকরণ’ কার লেখা?
ক) শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা খ) অক্ষয়কুমার দত্ত √গ) রামমোহন রায় ঘ) শচীন্দ্রনাথ সেগুপ্ত

১৫৪। ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়?
ক) অর্থতত্ত্বে খ) বাক্যতত্ত্বে √গ) শব্দতত্ত্বে ঘ) ধ্বনিতত্ত্বে

১৫৫। ধ্বনির ঘোষত্ব-অঘোষত্ব নির্ভর করে-
ক) বাতাসের পরিমাণের উপর √খ) স্বরতন্ত্রীর কম্পনের উপর
গ) কণ্ঠ্যনালীর ওঠানামার উপর ঘ) জিভের উচ্চতার উপর

৫৬। সাধু রীতি ও চলিত রীতির প্রধান পার্থক্য-
ক) শব্দে ও বাক্যে √খ) ক্রিয়াপদে ও সর্বনামে গ) কারক ও বিভক্তিতে ঘ) উচ্চারণে

১৫৭। তালব্য ও নাসিক্য বর্ণ কোনটি?
ক) ঙ √খ) ঞ গ) গ ঘ) ম

১৫৮। সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়?
√ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

১৫৯। ব্যাকরণের কাজ কী?
ক) ভালো লেখক তৈরি করা খ) শুদ্ধ লিখন তৈরি করা
গ) ভাষার বিশ্লেষণ করা √ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

১৬০। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭টি খ) ৩টি √গ) ৪টি ঘ) ১১টি

১৬১। বাঙালি শিশুরা প্রথমে শেখে-
√ক) ওষ্ঠ্যধ্বনি খ) নাসিক্য বর্ণ গ) কণ্ঠ্যধ্বনি ঘ) তালব্য বর্ণ

১৬২। নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা?
√ক) শাকতায়নী খ) কালাপিক গ) সৌপদ্ম ঘ) লঘু কৌমুদী

১৬৩। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
ক) ত, দ √খ) খ, ঝ গ) ক, খ ঘ) চ, জ

১৬৪। বিভক্তিহীন নামশব্দকে বলে-
√ক) প্রাতিপদিক খ) উপপদ গ) নামপদ ঘ) উপসর্গ

১৬৫। ১৬৬। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
ক) এ খ) ই গ) ও √ঘ) ঔ

১৬৭। কোনটি যুগ্ম স্বরধ্বনি?
ক) ঊ খ) ঋ গ) এ √ঘ) ঐ

১৬৮। বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি-
ক) ঘোষ খ) অঘোষ গ) মহাপ্রাণ √ঘ) নাসিক্য

১৬৯। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা-
ক) ৫টি খ) ৭টি গ) ৯টি √ঘ) ১০টি

১৭০। ড় এবং ঢ়-
ক) ঘৃষ্ট ধ্বনি খ) নাসিক্য ধ্বনি √গ) তাড়নজাত ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি

১৭১। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ও অর্ধমাত্রার বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক) ৪০টি ও ১০টি √খ) ৩২টি ও ৮টি
গ) ৩০টি ও ১০টি ঘ) ৩২টি ও ১০টি

১৭২। জিহ্বার ডগা আর উপর-পাটি দাঁতের সংস্পর্শে উচ্চারিত হয়-
ক) গ, ঘ খ) জ, ঝ গ) ট, ঠ √ঘ) ত, থ

১৭৩। দন্ত্যমূলের শেষাংশ ও জিহ্বার সহযোগে সৃষ্ট ধ্বনি-
ক) ঘ √খ) ঝ গ) ঢ ঘ) ভ

১৭৪। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
ক) হ খ) শ গ) র √ঘ) ল

১৭৫। প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণকালে এদের সঙ্গে প্রাণ বা শ্বাস বায়ু বেশি বের হয় বলে এগুলোকে বলা হয়-
ক) নাসিক্য বর্ণ খ) অল্পপ্রাণ বর্ণ গ) দুষ্ট বর্ণ √ঘ) মহাপ্রাণ বর্ণ

১৭৬। ‘হ’ ধ্বনি উচ্চারণের সময়ে ওষ্ঠের অবস্থান-
ক) সংবৃত খ) অর্ধ-সংবৃত গ) অর্ধবিবৃত √ঘ) বিবৃত

১৭৭। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে-
ক) অভিকর্ষ খ) অভিশ্রুতি √গ) ক্ষীণায়ন ঘ) বিপ্রকর্ষ

১৭৮। ‘ল’ ধ্বনিকে বলা হয়-
ক) তালব্য খ) অন্তঃস্থ গ) কম্পনজাত √ঘ) দন্ত্যধ্বনি

১৭৯। বিসর্গের ধ্বনি কখন শোনা যায়?
ক) সংযোজক অব্যয়ে খ) বিয়োজক অব্যয়ে
√গ) বিস্ময়সূচক অব্যয়ে ঘ) পদের মধ্যে বিসর্গ থাকলে

১৮০। কোনটি উষ্ম বর্ণ?
√ক) হ খ) ঙ গ) ঞ ঘ) ঝ

১৮১। ধ্বনি-প্রত্যঙ্গ নয়-
ক) মুখ খ) ঠোঁট গ) দাঁত √ঘ) কান

১৮২। ‘বিশ্ববিদ্যালয়’ শব্দে কয়টি অক্ষর?
ক) চার √খ) পাঁচ গ) ছয় ঘ) সাত

১৮৩। বাংলা বর্ণমালায় কয়টি পূর্ণমাত্রার বর্ণ আছে?
ক) ৩১টি খ) ৩৩টি √গ) ৩২টি ঘ) ৩৪টি

১৮৪। এক অক্ষরবিশিষ্ট শব্দ সব সময় ………. হয়।
ক) হ্রস্ব √খ) দীর্ঘ গ) প্রান্তিক ঘ) সংবৃত

১৮৫। নিচের কোনটি একাক্ষর শব্দ-
ক) মামা √খ) ঘুম গ) বন্ধ ঘ) জলজ

১৮৬। ‘বর্ণ’ কিসের প্রতীক?
√ক) ধ্বনি খ) শব্দ গ) অক্ষর ঘ) স্বরবর্ণ

১৮৭। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঔ √খ) ই গ) ঐ ঘ) সবকয়টি

১৮৮। বাতাস কোনো রকম বাধা ছাড়া একইসঙ্গে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাগধ্বনিগুলিকে কী বলে?
ক) নাসিক্য ধ্বনি খ) মৌখিক ধ্বনি √গ) অনুনাসিক স্বরধ্বনি ঘ) স্পৃষ্ট ধ্বনি

১৮৯। উচ্চারণের একককে কী বলা হয়?
√ক) অক্ষর খ) অনুসর্গ গ) উপসর্গ ঘ) ধ্বনি

১৯০। ‘মই’ কথাটির ই-কে কী বলে?
ক) হ্রস্বস্বর √খ) অর্ধ-স্বর গ) দ্বিস্বর ঘ) ভগ্নস্বর

১৯১। কারা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করেছিলেন?
ক) পর্তুগিজরা খ) রোমানরা √ গ) গ্রিকরা ঘ) বিদেশিরা

১৯২। বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বরের সংখ্যা কয়টি?
ক) ২টি √খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি

১৯৩। কোনটি স্বরান্ত অক্ষর?
√ক) আশা খ) পবন গ) দহন ঘ) মরণ

১৯৪। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক) ৪৯টি খ) ২৯টি গ) ৩৫টি √ঘ) ৩৯টি

১৯৫। ‘প্রেম’ শব্দটিতে কয়টি অক্ষর আছে?
ক) তিনটি √খ) একটি গ) দুইটি ঘ) চারটি

৯৬। বাংলা ভাষায় মোট বর্ণসংখ্যা কয়টি?
ক) ১৯টি খ) ২৯টি √গ) ৫০টি ঘ) ৪৭টি

১৯৭। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়?
ক) দুইটি √খ) একটি গ) চারটি ঘ) পাঁচটি

১৯৮। বাগযন্ত্রের অংশ কোনটি?
ক) ফুসফুস খ) নাসারন্ধ গ) শ্বাসনালী √ঘ) সবগুলি

১৯৯। নিচের কোন উত্তরটি সঠিক?
√ক) জ-ঘোষবর্ণ অল্পপ্রাণ খ) জ-ঘোষবর্ণ মহাপ্রাণ
গ) ঝ-ঘোষবর্ণ অল্পপ্রাণ ঘ) ঝ-আঘোষবর্ণ মহাপ্রাণ

২০০। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ২৫টি ব্যঞ্জনবর্ণকে বলে-
ক) মৌলিক বর্ণ খ) যৌগিক বর্ণ √গ) বর্গীয় বর্ণ ঘ) উষ্মবর্ণ

২০১। স্বরবর্ণে পূর্ণমাত্রাবিশিষ্ট বর্ণ কয়টি?
ক) ৪টি খ) ৫টি √গ) ৬টি ঘ) ৮টি

২০২। ‘ভয়’, ‘মোয়া’- শব্দদ্বয়ে ধ্বনিরীতির ব্যবহার হলো-
ক) হ্রস্বস্বর খ) দীর্ঘস্বর গ) মৌলিক স্বর √ঘ) যৌগিক স্বর

২০৩। অন্তঃস্থ ধ্বনি কোনটি?
ক) ছ খ) ধ গ) ক √ঘ) য

২০৪। কোনটি অঘোষ ধ্বনি?
√ক) ক খ) জ গ) ঝ ঘ) গ

২০৫। কোনটি ওষ্ঠ্য বর্ণ?
ক) ত খ) ধ গ) ক √ঘ) প

২০৬। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ সৃষ্টি হয়?
√ক) ও+ই খ) এ+ই গ) অ+ই ঘ) ক+ই

২০৭। ‘খণ্ড ত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ড রূপ?
ক) ভ √খ) ত গ) দ ঘ) ধ

২০৮। ওষ্ঠ্যধ্বনির ব্যঞ্জনবর্ণগুলো হল-
ক) ট ঠ ড ঢ ণ খ) চ ছ জ ঝ ঞ ৎ
গ) ত থ দ ধ ন √ঘ) প ফ ব ভ ম

২০৯। ‘ক’ থেকে ‘ল’ পর্যন্ত মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
ক) ২৫টি খ) ২৬টি গ) ২৭টি √ঘ) ২৮টি

১০। কোনগুলি স্পর্শধ্বনি?
ক) অ-ঢ খ) চ-শ √গ) ক-ম ঘ) ট-য়

২১১। কোনটি অঘোষ ধ্বনি?
√ক) ক খ) গ গ) ঘ ঘ) জ

২১২। বাংলা ভাষায় কয়টি বর্ণের মাত্রা নেই?
ক) ৮ খ) ৯ √গ) ১০ ঘ) ১১

২১৩। কোনগুলো মূর্ধন্য ধ্বনি?
√ক) ট, ঠ, ড খ) ত, থ, দ গ) চ, ছ, জ ঘ) প, ফ, ব

২১৪। কোনটি সম্মুখ স্বরধ্বনি?
√ক) অ্যা খ) অ গ) ও ঘ) এ

২১৫। ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ-
ক) উম্যা খ) উমো √গ) উঁয়ো ঘ) ইঁয়ো

২১৬। ‘ল’ এর উচ্চারণস্থান কোনটি?
√ক) দন্ত্যমূল খ) জিহ্বামূল গ) ওষ্ঠ্য ঘ) তালু

২১৭। বর্ণ হচ্ছে-
ক) শব্দের ক্ষুদ্রতম অংশ খ) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
√গ) ধ্বনি নির্দেশক প্রতীক ঘ) ধ্বনি শ্রুতিগ্রাহ্য রূপ

২১৮। বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে?
ক) ৯ খ) ৩৯ √গ) ৫০ ঘ) ৪১

২১৯। কোনটি বাগযন্ত্রের অংশ?
√ক) নাক খ) চোখ গ) গলা ঘ) কান

২২০। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক) ঈ √খ) অ গ) ঊ ঘ) ঐ

২২১। মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক) গ খ) ড √গ) খ ঘ) জ
২২২। বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক) ৮টি √খ) ১টি গ) ৭টি ঘ) ২টি

২২৩। কোনটি বাগযন্ত্র নয়-
ক) ওষ্ঠ √খ) করোটি গ) জিভ ঘ) দাঁত

২২৪। বাংলা ভাষার ব্যঞ্জনধ্বনিমূলের সংখ্যা-
ক) ২৪টি √খ) ৩১টি গ) ৫০টি ঘ) ৫২টি

২২৫। কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক) কাল খ) পরিবেশ গ) দেশ √ঘ) সবগুলো


যুক্তবর্ণ

১। ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংযোগে গঠিত?
ক) ঞ্+জ খ) ঞ্+গ √গ) জ্+ঞ ঘ) গ্+ঞ

২। ‘তৃষ্ণা’ শব্দে কোন কোন বর্ণ আছে?
ক) ত্+র+ষ্+ঞ্+আ খ) ত্+র+ষ্+ন্+আ
গ) ত্+র+ক্+ষ্+আ √ঘ) ত্+ঋ+ষ্+ণ্+আ

৩। ‘জ্ঞ’ যুক্তবর্ণটির অন্তঃস্থ বর্ণগুলো হচ্ছে-
ক) জ্+গ্+ঙ খ) জ্+ঙ √গ) জ্+ঞ ঘ) জ্+গ্+ঞ

৪। ‘ত্থ’ এর মধ্যে রয়েছে-
ক) ত ও ত √খ) ত ও থ গ) থ ও ত ঘ) থ ও থ

৫। ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
ক) ষ্+ন √খ) ষ্+ণ গ) ষ্+ঞ ঘ) ঞ্+ষ

৬। ‘ক্ষ্ম’-এর বিশ্লিষ্ট রূপ কী?
ক) ক্+খ্+ম খ) খ্+থ্+ম
গ) খ্+ক্‌+ন √ঘ) ক্+ষ্+ম

৭। কোন কোন বর্ণের যুক্তরূপ ‘ক্স’?
ক) ক ও ক খ) ক ও র √গ) ক ও স ঘ) ক ও ণ

৮। ‘রন্ধ্র’ শব্দের বর্ণগুলো হলো-
√ক) র+ন্+ধ্+র খ) র+ণ্+ধ্+র
গ) র+ণ্+দ্+র ঘ) র+ন্+দ্+র

৯। কোনটি সঠিক?
ক) ঞ্+ষ=ষ্ণ √খ) হ্+ন=হ্ন
গ) ক্+র=ক্স ঘ) জ্+ঞ=ঞ্জ

১০। ‘লাঞ্ছনা’ শব্দের ‘ঞ্ছ’-এর বিশ্লিষ্ট বর্ণ কোন দুটি?
ক) ঙ্+ছ খ) ন্+ছ √গ) ঞ্+ছ ঘ) ণ্+ছ

১১। ‘ঞ্জ’ এর বিশ্লিষ্ট রূপ-
ক) ন্+জ খ) ণ্+জ √গ) ঞ্+জ ঘ) ঞ্+ম

১২। যথাক্রমে ক্ষ, ষ্ণ ও হ্ন-তিনটি যুক্তবর্ণের বিশ্লিষ্ট রূপ নির্দেশ কর-
ক) ক্+ষ, ষ্+ঞ, হ্+ণ খ) ক্+খ, ষ্+ঞ, হ্+ণ
√গ) ক্+ষ, ষ্+ণ, হ্+ন ঘ) খ্+খ, ষ্+ণ, হ্+ন

১৩। নিচের কোন যুক্তবর্ণে চারটি বর্ণের সংযোগ ঘটেছে?
√ক) ত্ত্যু খ) ভ্রু গ) ঙ্ক্ষ ঘ) ঞ্জু

১৪। বিষ্ণু/উষ্ণ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের যোগ?
ক) ষ্+ঞ খ) ষ্+জ গ) ষ্+ন √ঘ) ষ্+ণ

১৫। ‘ক্ষ’ এর বিশ্লিষ্ট রূপ-
√ক) ক্+ষ খ) ক্+খ+ষ্+ণ
গ) ক্+হ্+ম ঘ) হ্+ম

১৬। ‘হ্ম’ বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি?
ক) ক্+খ √খ) হ্+ম গ) ক্+ষ ঘ) ম্+হ

১৭। ‘মনু’ শব্দটি ভাঙলে পাওয়া যায়-
ক) ম+নু খ) মন্+উ
গ) ম্+অ+নু √ঘ) ম্+অ+ন্+উ

১৮। ‘র্ক’ এর বিশ্লিষ্ট রূপ-
ক) ক্+র √খ)র্ +ক গ) ক্+অ+র ঘ) ক্র্++অ

১৯। ‘হ্ম’- যুক্তবর্ণটির কোন বিশ্লেষণটি সঠিক?
ক) ক্+ষ খ) ম্+ভ √গ) হ্+ম ঘ) ম্+হ

২০। ‘লাঞ্ছনা’ এই বানান ভাগ করলে হয়-
ক) লা+ন্+চ+না খ) লা+ন্+ছ+না
√গ) লা+ঞ্+ছ+না ঘ) লা+ঞ্+চ+না