বিসর্গ (ঃ)-এর উচ্চারণ

শব্দের মধ্যে বিসর্গ থাকলে তার পরের বর্ণটির দ্বিত্ব (দুই বার) উচ্চারণ হয়। সেইসঙ্গে, উক্ত বিসর্গ ( ঃ)-এর পরের বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন না থাকলে সেটি ও-কারযোগে উচ্চারণ করতে হবে।
যেমন: নিঃস্ব। যেহেতু এখানে বিসর্গ ( ঃ) আছে, তাই এর পরের বর্ণ ‘স’-এর দ্বিত্ব উচ্চারণ হবে। সেইসঙ্গে, যেহেতু বিসর্গ (ঃ )-এর পরের বর্ণ ‘স্ব’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই, তাই এটি ও-কারযোগে উচ্চারিত হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘নিশ্ শো’ (‘নিশ্ বো’ বা ‘নিশ্ শ’ নয়)।

আরও উদাহরণ:
দুঃখ (দুক্ খো), অতঃপর (অতোপ্ পর্), প্রাতঃকাল (প্রাতোক্ কাল্)।

1 thought on “বিসর্গ (ঃ)-এর উচ্চারণ”

Comments are closed.