বাংলা ভাষা ও লিপির উদ্ভব, বাংলা সাহিত্যের যুগবিভাগ

১। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
ক) নেগ্রিটো খ) ভোটচীন গ) দ্রাবিড় √ঘ) অস্ট্রিক

২। ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’-এর রচয়িতা কে?
ক) ফেরদৌসী খ) গালিব √গ) আবুল ফজল ঘ) ওপরের কোনোটি সঠিক নয়

৩। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক) ঐতরেয় আরণ্যক খ) আলমগীরনামা √গ) আইন-ই-আকবরী ঘ) তুজুক-ই-আকবর

৪। বং বা বঙ গোষ্ঠীর মানুষের বাস কোথায় ছিল?
ক) যমুনা নদীর তীরে খ) পদ্মা নদীর তীরে গ) হুগলী নদীর তীরে √ঘ) ভাগীরথী নদীর তীরে

৫। আর্যগণ কবে প্রথম বঙ্গ ভূখণ্ডে আগমন করেন?
ক) খ্রিষ্টপূর্ব দুই হাজার অব্দে খ) খ্রিষ্টপূর্ব এক হাজার অব্দে
√গ) খ্রিষ্টপূর্ব প্রথম শতকে ঘ) খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে

৬। ‘The Origin and Development of Bengali Language’ গ্রন্থটি রচনা করেছেন-
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ √খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) হরপ্রসাদ শাস্ত্রী ঘ) স্যার জর্জ গ্রিয়ারসন

৭। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস-গ্রন্থ কোনটি?
ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস √খ) বঙ্গভাষা ও সাহিত্য
গ) বাংলা সাহিত্যের কথা ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা

৮। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস-গ্রন্থ কে রচনা করেন?
ক) ড. সুকুমার সেন √খ) ড. দীনেশচন্দ্র সেন
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) অসীতকুমার বন্দ্যোপাধ্যায়

৯। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক) সংস্কৃত খ) পালি √গ) প্রাকৃত ঘ) অপভ্রংশ

১০। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
√ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী খ) একাদশ থেকে পঞ্চম শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

১১। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত-স্তর থেকে?
ক) মাগধী প্রাকৃত খ) অর্ধ-মাগধী প্রাকৃত
গ) মহারাষ্ট্রীয় প্রাকৃত √ঘ) গৌড়ীয় প্রাকৃত

১২। বাংলা ভাষার উৎপত্তিকাল-
ক) সপ্তম শতাব্দী খ) অষ্টম শতাব্দী গ) নবম শতাব্দী √ঘ) দশম শতাব্দী

১৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী?
ক) প্রত্ন-বাঙ্গালা খ) প্রত্ন-উড়িয়া √গ) প্রাকৃত ঘ) বৈদিক ভাষা

১৪। লোকসংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান বর্তমানে (২০২০)-
ক) প্রথম খ) ষষ্ঠ √গ) পঞ্চম ঘ) নবম

১৫। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
√ক) ইন্দো-ইউরোপীয় খ) ইন্দো-দ্রাবিড়িয়ান গ) আর্য ঘ) আর্য-ইউরোপীয়

১৬। ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
√ক) বাংলা খ) ইংরেজি গ) ফরাসি ঘ) উর্দু

১৭। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
ক) বঙ্গভাষা ও সাহিত্য খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত √ঘ) বাংলা সাহিত্যের কথা

১৮। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত?
ক) পাঁচ হাজার খ) দুই হাজার গ) এক হাজার √ঘ) সাড়ে তিন থেকে চার হাজার

১৯। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
√ক) গৌড়ীয় অপভ্রংশ খ) গৌড় অপভ্রংশ গ) মাগধী অপভ্রংশ ঘ) প্রাচীন অবহট্ট

২০। ‘প্রাকৃত’ শব্দটির অর্থ-
ক) প্রকৃত খ) যথার্থ গ) যা করা হয়েছে √ঘ) স্বাভাবিক

২১। ‘বাঙলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা-
ক) সুকুমার সেন খ) দীনেশচন্দ্র সেন
√গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) অসিত কুমার বন্দ্যোপাধ্যায়

২২। নিচের কোন দুটি সহোদর ভাষা?
ক) বাংলা ও উর্দু √খ) বাংলা ও অসমিয়া গ) বাংলা ও হিন্দি ঘ) বাংলা ও সংস্কৃত

২৩। ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টি শাখা?
ক) একটি √খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

২৪। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক) পলি √খ) অপভ্রংশ গ) অবহট্ট ঘ) সংস্কৃত

২৫। বাংলা ভাষার বয়স আনুমানিক কত?
√ক) ১০০০ বছর খ) ২০০০ বছর গ) ২৫০০ বছর ঘ) ২৭০০ বছর

৬। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক) খ্রিষ্টীয় নবম শতকের কাছাকাছি সময়ে √খ) খ্রিষ্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে
গ) খ্রিষ্টপূর্ব ৪০০ শতকে ঘ) খ্রিষ্টীয় অষ্টম শতকে

২৭। বাংলা লিপির উৎস কী?
ক) সংস্কৃত লিপি খ) চীনা লিপি গ) আরবি লিপি √ঘ) ব্রাহ্মী লিপি

২৮। কোন লিপি ডান দিক থেকে লেখা হতো?
ক) ব্রাহ্মী লিপি √খ) খরোষ্ঠী লিপি গ) আরবি লিপি ঘ) উর্দু লিপি

২৯। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
√ক) সেন আমলে খ) গুপ্ত আমলে গ) পাঠান আমলে ঘ) পাল আমলে

৩০। দীনবন্ধ মিত্রের ‘নীল দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
ক) কলকাতা √খ) ঢাকা গ) লন্ডন ঘ) মুর্শিদাবাদ

৩১। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক) স্যার উলিয়াম জোনস খ) স্যার উইলিয়াম কেরি
গ) রাজীব লোচন মুখোপাধ্যায় √ঘ) ব্রাসি হ্যালহেড

৩২। বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোন সালে?
ক) ১৯০০ √খ) ১৮০০ গ) ১৯৫২ ঘ) ১৯৫৪

৩৩। ঢাকার প্রথম ছাপাখানা ‘বাংলা প্রেস’ থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
√ক) নীল দর্পণ খ) আলালের ঘরের দুলাল গ) বিষাদ সিন্ধু ঘ) জমীদার দর্পণ

৩৪। শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য-
ক) প্রথম বাংলায় খ্রিষ্টধর্ম প্রচার √খ) প্রথম বাংলা মুদ্রণ
গ) প্রথম বাংলায় সংস্কার-কাজ ঘ) প্রথম বাংলা স্কুল

৩৫। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক) ১২৯৮ সালে খ) ১৩৯৮ সালে √গ) ১৪৯৮ সালে ঘ) ১৫৯৮ সালে

৩৬। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক) ঢাকায় খ) রাজশাহীতে √গ) রংপুরে ঘ) যশোরে

৩৭। ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৮৪৭ সালে √খ) ১৮৬০ সালে গ) ১৮৬২ সালে ঘ) ১৮৬৭ সালে

৩৮। ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম কী ছিল?
√ক) বাংলা প্রেস খ) ঢাকা প্রেস গ) ঢাকা মুদ্রণালয় ঘ) আজিমপুর প্রেস

৩৯। বাংলা ভাষার মধ্যযুগ-
ক) ৯০১ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ খ) ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ
√গ) ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ ঘ) ১৮০০ খ্রিষ্টাব্দ – বর্তমান

৪০। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন-
ক) তুর্কী শাসকবর্গ খ) মুঘল সম্রাটগণ
√গ) পাঠান সুলতানগণ ঘ) সংস্কৃত পণ্ডিতগণ

৪১। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
ক) আলীবর্দী খাঁ খ) মুর্শিদকুলি খাঁ গ) ইসলাম খাঁ √ঘ) আলাউদ্দিন হোসেন শাহ

৪২। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
ক) বাংলা খ) সংস্কৃত গ) আরবি √ঘ) ফারসি

৪৩। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান?
ক) শাসনকর্তা হিসাবে খ) বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
√গ) অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য ঘ) সালতানাৎ সগীর হিসাবে

৪৪। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের জন্য অনুরোধ জানান-
ক) নাসির উদ্দীন শাহ √খ) গিয়াসউদ্দিন আজম শাহ
গ) আলাউদ্দিন খলজী ঘ) শাহ মোহাম্মদ সগীর

৪৫। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্যরচনা করেন?
ক) রামনিধি গুপ্ত √খ) মালাধর বসু
গ) মুকুন্দরাম চক্রবর্তী ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর

৪৬। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?
ক) মনসামঙ্গল √খ) মনসাবিজয় গ) চাঁদ সওদাগর কাহিনী ঘ) মনসা প্রশস্তি

৪৭। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
ক) আলাউদ্দিন হোসেন শাহ খ) রুকনউদ্দিন বারবক শাহ
গ) ফখরুদ্দিন মুবারক শাহ √ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ

৪৮। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
√ক) গিয়াসউদ্দিন আজম শাহ খ) আলাউদ্দিন হোসেন শাহ
গ) ফকরুদ্দীন মোবারক শাহ ঘ) ইলিয়াস শাহ

৪৯। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
ক) শাহ সগীর খ) সৈয়দ হামজা গ) কবি জয়দেব √ঘ) আলাওল

৫০। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
ক) আরাকান রাজসভা √খ) কৃষ্ণনগর রাজসভা
গ) রাজা গণেশের রাজসভা ঘ) লক্ষণসেনের রাজসভা

৫১। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
ক) আউল মনোহর দাস √খ) চৈতন্য দেব গ) শ্রীকৃষ্ণ ঘ) আদিনাথ

২। চৈতন্যদেব ছিলেন-
√ক) বৈষ্ণব ধর্মের প্রচারক খ) পদাবলির রচয়িতা
গ) ব্রজবুলি ভাষার প্রবর্তক ঘ) সঙ্গীতজ্ঞ

৫৩। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন?
ক) ঈশ্বর গুপ্ত √খ) শাহ মুহম্মদ সগীর গ) সৈয়দ হামজা ঘ) জয়েনউদ্দিন

৫৪। কোন দুজন আরাকান রাজসভার কবি?
ক) সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির √খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ) কাশীরাম দাস ও মহাকবি আলাওল ঘ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান

৫৫। মধ্যযুগের কবি নন কে?
√ক) জয়নন্দী খ) বড়ু চণ্ডীদাস গ) গোবিন্দ দাস ঘ) জ্ঞানদাস
৫৬। নিচের কোন জন মধ্যযুগের কবি নন?

√ক) কায়কোবাদ খ) আলাওল গ) মাগন ঠাকুর ঘ) জ্ঞানদাস
৫৭। কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
√ক) ১২০১-১৩৫০ খ্রি. খ) ৬০০-৯৫০ খ্রি. গ) ৬০০-৭৫০ খ্রি. ঘ) কোনোটিই নয়

৫৮। সৈয়দ আলী আহসান কোন সময়কে ‘প্রায় শূন্যতার যুগ’ বলে উল্লেখ করেছেন?
ক) ১৭০০-১৮০০ খ্রি. খ) ১৭৩০-১৮২০ খ্রি.
√গ) ১৭৬১-১৮৬০ খ্রি. ঘ) ১৭৭০-১৮৭০ খ্রি.

৫৯। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
ক) পাল খ) সেন √গ) তুর্কি ঘ) কোনোটিই নয়

৬০। ‘যুগসন্ধিক্ষণের কবি’ বলা হয় কোন কবিকে?
ক) ঈশ্বর গুপ্ত খ) শ্রী চৈতন্য দেব গ) মুকুন্দরাম চক্রবর্তী √ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত