বর্গীয় ব-এর উচ্চারণ

বর্গীয় ‘ব’ সব সময় উচ্চারিত হবে। সেইসঙ্গে, উক্ত ব-যুক্ত বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন না থাকলে সেটি ও-কারযোগে উচ্চারণ করতে হবে।
যেমন: শব্দ। এখানে যুক্ত ‘ব’-টি যেহেতু একটি বর্গীয় ‘ব’, তাই এই ‘ব’-টি সরাসরি উচ্চারিত হবে। সেইসঙ্গে, যেহেতু ব-যুক্ত বর্ণ ‘ব্দ’-এর সঙ্গে কোনও কার-চিহ্ন যুক্ত নেই, তাই এটি ও-কারযোগে উচ্চারিত হবে। সুতরাং এ শব্দটির উচ্চারণ হবে ‘শব্ দো’ (‘শব্ দ’ নয়)।

আরও উদাহরণ:
জব্দ (জব্ দো), অব্দ (অব্ দো), লব্ধ (লব্ ধো), কব্জা (কব্ জা), উদ্বেগ (উদ্ বেগ্)।