‘না’ ও ‘নি’-এর ব্যবহার

না-বাচক শব্দ ‘না’ ও ‘নি’ ব্যবহারের ক্ষেত্রে পৃথক নির্দেশনা মেনে লিখতে হবে।

নিয়ম ও উদাহরণ:
১. না-বাচক ‘না’-কে স্বতন্ত্র পদ হিসেবে লিখতে হবে।
যেমন: করি না (‘করিনা’ নয়), বলি না (‘বলিনা’ নয়)।
২. না-বাচক ‘নি’-কে আগের পদের সঙ্গে যুক্ত করে লিখতে হবে।
যেমন: করিনি (‘করি নি’ নয়), বলিনি (‘বলি নি’ নয়)।

দ্রষ্টব্য: না-বাচক অর্থে ‘না’ যদি শব্দের শুরুতে (উপসর্গরূপে) থাকে, তাহলে পরের পদের সঙ্গে যুক্ত করে লিখতে হবে। যেমন: নাবালক, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক তবে অর্থপ্রকাশে দ্বিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে শুরুর ‘না’-কে হাইফেন দ্বারা যুক্ত করেও লেখা যায়। যেমন: না-গোনা পাখি, না-বলা কথা, না-শোনা গান, না-দেখা সিনেমা, না-পাওয়া প্রেম।