ধ্বনির পরিবর্তন

১। ‘বড্ড’ শব্দটি কিসের উদাহরণ?
ক) ধ্বন্যাত্মক শব্দ খ) দ্বিরুক্ত শব্দ গ) ব্যঞ্জনাগম √ঘ) বর্ণদ্বিত্ব

২। পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
√ক) অন্তর্হতি খ) অভিশ্রুতি গ) ব্যঞ্জনচ্যুতি ঘ) ব্যঞ্জন বিকৃতি

৩। ধরনা>ধন্না- এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) স্বরসংগতি খ) অপিনিহিতি গ) স্বরভক্তি √ঘ) সমীভবন

৪। শব্দের শেষের ‘ই’-কে আগে এনে উচ্চারণ করার রীতিকে বলে-
ক) অভিশ্রুতি √খ) অপিনিহিতি গ) অন্তর্হতি ঘ) র্বণ বিপর্যয়

৫। লাফ>ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
ক) ব্যঞ্জনাগম √খ) ধ্বনি বিপর্যয় গ) ধ্বনিলোপ ঘ) বিষমীভবন

৬। তৎ+হিত>তদ্ধিত- কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া?
ক) সম্প্রকর্ষ খ) বিষমীভবন গ) স্বরসঙ্গতি √ঘ) সমীভবন

৭। আরমারি>আলমারি- ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে?
ক) অন্যান্য সমীভবন খ) পরাগত সমীভবন গ) প্রগত সমীভবন √ঘ) বিষমীভবন

৮। স্টেশন>ইস্টিশন- ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে?
ক) বিপ্রকর্ষ √খ) স্বরাগম গ) অভিশ্রুতি ঘ) অপিনিহিতি

৯। ‘অলাবু’ থেকে ‘লাউ’- কোন নিয়মে উদ্ভূত হয়েছে?
ক) বর্ণবিপর্যয় খ) বর্ণবিকৃতি গ) বর্ণাগম √ঘ) বর্ণলোপ

১০। যত্ন>যতন- ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে?
ক) অভিকর্ষ খ) অপিনিহিতি গ) স্বরসঙ্গতি √ঘ) স্বরাগম

১১। ‘রান্না’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে তৈরি হয়েছে?
ক) বর্ণচ্যুতি খ) স্বরলোপ গ) বর্ণদ্বিত্ব √ঘ) সমীভবন

১২। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমনকে কী বলে?
√ক) বিপ্রকর্ষ খ) স্বরসংগতি গ) অপিনিহিতি ঘ) অভিশ্রুতি

১৩। সমীভবনের অপর নাম কী?
ক) অসমীভবন √খ) সমীকরণ গ) স্বরভক্তি ঘ) স্বরসঙ্গতি

১৪। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে-
ক) পরাগত খ) অন্যোন্য গ) মধ্যগত √ঘ) প্রগত

১৫। ‘স্কুল>ইস্কুল’- এই পরিবর্তনকে বলা হয়-
√ক) আদি স্বরাগম খ) বিপ্রকর্ষ গ) অপিনিহিতি ঘ) পরাগত

১৬। কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়?
√ক) আজি-আইজ খ) চলিল-চলল গ) আসিয়া-এসে ঘ) কন্যা-কইন্যা

১৭। স্বরধ্বনির পরিবর্তন সংক্রান্ত গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণকে একত্রে বলে-
√ক) অপশ্রুতি খ) অপঋদ্ধি গ) ত্রিশুতি ঘ) ত্রিগুণা

১৮। ‘গল্প>গপ্প’ কোন ধরনের ধ্বনি-পরিবর্তন?
ক) স্বরসংগতি খ) বিষমীভবন গ) অসমীকরণ √ঘ) সমীভবন

১৯। ‘বাকস>বাসক’ হওয়ার রীতিকে বলা হয়-
√ক) ধ্বনি বিপর্যয় খ) ধ্বনিসাম্য গ) ধ্বনিলোপ ঘ) অপিনিহিতি

২০। নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ?
ক) জন্ম>জনম √খ) হিসাব>হিসেব গ) মুক্তা>মুকুতা ঘ) কন্যা>কইন্যা

২১। তুলতুলা>লুতলুতা- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক) সমাক্ষর লোপ খ) সমীকরণ গ) ব্যঞ্জনচ্যুতি √ঘ) ধ্বনি বিপর্যয়

২২। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক) বড়দিদি>বড়দি √খ) লাফ>ফাল গ) শরীর>শরীল ঘ) আজি>আইজ

২৩। নিচের কোনটিতে মধ্য-স্বরাগমের প্রয়োগ হয়েছে?
√ক) ফিল্ম>ফিলিম খ) সত্য>সত্যি গ) গ্লাস>গেলাস ঘ) শিকা>শিকে

২৪। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তখন তাকে কী বলে?
ক) স্বর সঙ্গতি √খ) অসমীকরণ গ) সমীভবন ঘ) অন্তসরাগম

২৫। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
ক) হইবে>হবে খ) রাত্রি>রাইত গ) জালিয়া>জাইল্যা √ঘ) দেশি>দিশি

২৬। নিচের কোনটি ব্যঞ্জনবিকৃতির উদাহরণ?
ক) লাল>নাল খ) রিকসা>রিকসা √গ) ধোবা>ধোপা ঘ) বড় দাদা>বড়দা

২৭। ‘পরাগত’ স্বরসঙ্গতির মধ্যে কোন শব্দটি পড়ে না?
√ক) বিলিতি খ) বুনো গ) শিখে ঘ) বিটি

২৮। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
ক) উড়ুনী √খ) রাইত গ) জালুয়া ঘ) ছাওয়া

২৯। যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ শব্দে পরিণত হয়, তাকে কী বলে?
ক) সম্প্রকর্ষ √খ) স্বরাগম গ) বিপ্রকর্ষ ঘ) অপিনিহিতি

৩০। ধ্বনিবিজ্ঞানে ‘Glide’ বলে একটি শব্দ আছে এর অর্থ কী?
ক) হ-কার লোপ √খ) শ্রুতি গ) মিত্র ঘ) র-কার লোপ

৩১। ‘সমীভবন’ এর ইংরেজি পরিভাষা কী হবে?
ক) Dissimilation √খ) Assimilation গ) Apothesis ঘ) Apenthesis

৩২। নিচের কোনটি অন্যোন্য সমীভবনের উদাহরণ?
ক) পদ্ম>পদ্দ √খ) বিদ্যা>বিজ্জা গ) বহে>বত্র ঘ) তর্ক>তক্ক

৩৩। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে?
ক) পরাগত খ) সমীভবন গ) অসমীভবন √ঘ) বিষমীভবন

৩৪। সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে তার মধ্যে স্বরবর্ণ আনয়নকে কী বলে?
ক) স্বরাগম √খ) স্বরভক্তি গ) স্বসঙ্গতি ঘ) অপনিহিতি

৩৫। শব্দের মধ্যবর্তী ব্যঞ্জনবর্ণের স্থান পরিবর্তন ঘটলে বলে-
√ক) বর্ণ বিপর্যয় খ) বর্ণ বিকৃতি গ) বর্ণাগম ঘ) বর্ণলোপ

৩৬। রত্ন>রতন, ধর্ম>ধরম, স্বপ্ন>স্বপন প্রভৃতি কী জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) সমীভবন √খ) মধ্য স্বরাগম গ) স্বর সঙ্গতি ঘ) বিষমীভবন

৩৭। নিচের কোন শব্দটি স্বরাগমের দৃষ্টান্ত?
√ক) স্ত্রী>ইস্ত্রি খ) রাখিয়া>রাইখা গ) শাগ>শাক ঘ) কীল>খিল

৩৮। শব্দের মধ্যে ‘ই’ বা ‘উ’ থাকলে সেই ‘ই’ বা ‘উ’-কে আগে থেকে উচ্চারণ করার রীতিকে বলে-
ক) অভিশ্রুতি √খ) অপিনিহিতি গ) বিপ্রকর্ষ ঘ) স্বরসঙ্গতি

৩৯। নিচের কোনটি স্বরাগমের দৃষ্টান্ত?
√ক) ভ্রু>ভুরু খ) মাইয়া>মেয়ে গ) কাঁঠাল>কাঠাল ঘ) ধাই>দাই

৪০। স্বরাগমের উদাহরণ কোনটি?
√ক) স্পর্ধা>আস্পর্ধা খ) মাছুয়া>মেছো গ) নিবানো>নিভানো ঘ) ধোবা>ধোপা

৪১। কোনটি অন্ত্যস্বরাগম?
ক) বাক্য-বাইক্য √খ) সত্য-সত্যি গ) করিয়া-কইর‌্যা ঘ) ধুলা-ধূলো

৪২। শরীর>শরীল, লাল>নাল- ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ?
ক) ধ্বনি বিপর্যয় খ) সমীভবন √গ) বিষমীভবন ঘ) অভিশ্রুতি

৪৩। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়?
ক) এ, ঐ √খ) ই, এ গ) ই ,উ ঘ) ই, এ

৪৪। চলিত বাংলায় স্বরসঙ্গতি হয়েছে নিচের কোনটিতে?
√ক) ইচ্ছা>ইচ্ছে খ) চারি>চার গ) নাওয়া>লওয়া ঘ) কপাট>কবাট

৪৫। ‘দেশি>দিশি’ কোন ধরনের স্বরসঙ্গতি?
ক) প্রগত √খ) পরাগত গ) মধ্যগত ঘ) কোনোটিই নয়

৪৬। শব্দের ই বা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে বলে-
√ক) অপিনিহিতি খ) সমীভবন গ) অন্তর্হতি ঘ) অভিশ্রুতি

৪৭। নিচের কোনটি অপিনিহিতির সঠিক উদাহরণ?
খ) চক্ষু-চউখ-চখু-চোখ √খ) চউখ-চক্ষু-চখু-চোখ
গ) চক্ষু-চখু-চউখ-চোখ ঘ) চউখ-চখু-চক্ষু-চোখ

৪৮। ‘সুবর্ণ>স্বর্ণ’ নিচের কোনটির উদাহরণ?
ক) আদিস্বরলোপ √খ) মধ্যস্বরলোপ গ) অন্ত্যস্বরলোপ ঘ) কোনটিই নয়

৪৯। কপাট>কবাট- এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক) ধ্বনি-বিপর্যয় খ) বর্ণ-বিপর্যয় গ) অপিনিহিতি √ঘ) বর্ণবিকার

৫০। রিকশা>রিশকা কিসের উদাহরণ?
√ক) ধ্বনি বিপর্যয়ের খ) বিষমীভবনের গ) বিপ্রকর্ষের ঘ) ব্যঞ্জনবিকৃতির

৫১। কোনটি অভিশ্রুতির উদাহরণ?
ক) আজি>আইজ √খ) শুনিয়া>শুনে গ) বেঞ্চ>বেঞ্চি ঘ) শরীর>শরীল

৫২। নিচের কোনটি সমীভবনের উদাহরণ?
√ক) পদ্ম>পদ্দ খ) বিলাতি>বিলিতি গ) আজি>আইজ ঘ) শুনিয়া>শুনে

৫৩। নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ?
√ক) মুলা>মুলো খ) রত্ন>রতন গ) বাক্য>বাইক্য ঘ) দুধ>দুত

৫৪। নিচের কোনটি প্রগত সমীভবনের উদাহরণ-
√ক) লগ্ন>লগ্গ খ) সত্য>সচ্চ গ) লাল>নাল ঘ) মর্মর>মার্বেল

৫৫। ‘স্কুল>ইস্কুল’, ‘প্রীতি>পিরিতি’-এই ধরনের পরিবর্তনকে বলে-
ক) স্বরযুক্তি খ) স্বরবিচ্ছেদ গ) বর্ণাগম √ঘ) স্বরাগম

৫৬। কোনটি অন্তর্হতির উদাহরণ?
√ক) আলাহিদা>আলাদা খ) পুরোহিত>পুরুত গ) সাধু>সাহু>সাউ ঘ) আল্লাহ>আল্লা

৫৭। অলাবু থেকে লাউ হওয়ার কারণ কী?
ক) বর্ণাগম √খ) বর্ণলোপ গ) বর্ণ বিপর্যয় ঘ) বর্ণশুদ্ধি

৫৮। শব্দের মধ্যবর্তী বর্ণের স্থানে পরিবর্তন ঘটলে তাকে বলা হয়-
√ক) বর্ণবিকৃতি খ) বর্ণ বিপর্যয় গ) বর্ণাগম ঘ) বর্ণলোপ

৫৯। স্বরসঙ্গতির উদাহরণ নিচের কোনটি?
ক) হইতে>হবে খ) রাত্রি>রাইত √গ) শিকা>শিকে ঘ) জালিয়া>জাইলা>জেলে

৬০। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটাকে কী বলে?
ক) অসমীকরণ √খ) স্বরসঙ্গতি গ) অপিনিহিতি ঘ) অভিশ্রুতি

৬১। নিচের কোনটি বিপ্রকর্ষ এর উদাহরণ?
ক) বেঞ্চ>বেঞ্চি √খ) প্রীতি>পিরীতি গ) মুলা>মুলো ঘ) দেশি>দিশি

৬২। সময় সময় উচ্চারণ সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি আসে, তাকে কী বলে?
√ক) স্বরভক্তি খ) অন্ত্যস্বরাগম গ) অপিনিহিতি ঘ) প্রগত

৬৩। নিচের কোনটি সমধ্বনির দৃষ্টান্ত নয়?
ক) চির-চীর √খ) কাদা-কাঁদা গ) আপণ-আপন ঘ) বিশ-বিষ

৬৪। নিচের কোনটি সম্প্রকর্ষ বা স্বরলোপ?
√ক) বসতি>বস্তি খ) মুড়া>মুড়ো গ) বিলাতি>বিলিতি ঘ) ইচ্ছা>ইচ্ছে

৬৫। নিচের কোনটি মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ?
ক) সুবর্ণ>স্বর্ণ খ) আশা>আশ √গ) বিলাতি>বিলিতি ঘ) জানালা>জানলা

৬৬। নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়?
√ক) আজি>আইজ খ) চলিল>চলে গ) আসিয়া>এসে ঘ) কন্যা>কইন্যা

৬৭। ‘ফলাহার>ফলার’ কিসের উদাহরণ?
ক) ব্যঞ্জনচ্যুতি √খ) অন্তর্হতি গ) ব্যঞ্জনবিকৃতি ঘ) ব্যঞ্জনগম

৬৭। ‘আহলাদ>আল্লাদ’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক) অন্তর্হতি খ) ব্যঞ্জনচ্যুতি √গ) হ-কার লোপ ঘ) দ্বিত্ব ব্যঞ্জন

৬৮। যুক্তব্যঞ্জনের আগে ই/উ এলে তাকে কী বলে?
ক) স্বরভক্তি খ) অন্ত্যস্বরাগম √গ) অপিনিহিতি ঘ) প্রগত

৬৯। ‘বউদিদি>বউদি’ ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে?
ক) অন্তর্হতি √খ) ব্যঞ্জনচ্যুতি গ) বিষমীভবন ঘ) দ্বিত্ব ব্যঞ্জন

৭০। শব্দমধ্যস্থ দুটো ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে কী বলে?
ক) বিষমীভবন √খ) সমীভবন গ) অন্তর্হতি ঘ) অপিনিহিতি