ণত্ব ও ষত্ব বিধান

১। ণত্ব বিধি অনুসারে কোন গুচ্ছে অশুদ্ধ বানান রয়েছে?
ক) ধরন, বরণ √খ) বর্ননা, পুরোনো গ) নেত্রকোনা, পরগনা ঘ) রূপায়ণ, প্রণয়ন

২। কোন শব্দটি ষত্ব বিধানের নিয়মের বাইরে?
ক) বিষয় খ) বর্ষা √গ) ভাষা ঘ) কষ্ট

৩। কোন বানানটি খাঁটি ষত্ব বিধানের উদাহরণ?
ক) বিশেষণ খ) ষোড়শ গ) ভূষণ √ঘ) স্পষ্ট

৪। কোনটি নিত্য মূর্ধন্য-ণ-বাচক শব্দ?
√ক) পুণ্য খ) গ্রহণ গ) অর্পণ ঘ) বিষ্ণু

৫। ণত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল?
ক) পুরোনো খ) ধরন √গ) পরগণা ঘ) রূপায়ণ

৬। ণত্ব বিধান অনুযায়ী অশুদ্ধ বানান-
ক) রূপায়ণ খ) গ্রহণ √গ) পুরাণো ঘ) নিরূপণ

৭। নিচের কোনটিতে ণত্ব বিধান লঙ্ঘিত হয়েছে?
ক) বিষণ্ন খ) ভিক্ষান্ন গ) ঘণ্টা √ঘ) পরিবহন

৮। তৎসম শব্দে কোন তিনটি বর্ণের পূর্বে যুক্ত-ন সব সময় ‘ণ’ হয়?
ক) ট, ফ, ত √ খ) ট, ঠ, ড
গ) প, ট, স ঘ) ড, ষ, ন

৯। সাধিত ষ-বিশিষ্ট নয় এমন শব্দ-
√ক) মূষিক খ) অভিষেক গ) দৃষ্টি ঘ) সুষম

১০। নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য-ষ বসেছে?
ক) কৃষ্ণ খ) কল্যাণীয়েষু √গ) ভাষ্য ঘ) অভিষেক

১১। কোন কোন বর্ণের পরে ণ হয়?
ক) ট, ঠ, ড খ) ঋ, র, ক
√গ) ঋ, র, ষ ঘ) ঋ, র, ষ, প

১২। ণত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে?
ক) ধরন, ঝর্ণা খ) পরিবহণ, ক্ষণকাল
√গ) গৃহকোন, পুন্যবাণ ঘ) মূল্যায়ন, নিরূপণ

১৩। ষত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল?
ক) স্টেশন খ) সুষম √গ) মিথষ্ক্রিয়া ঘ) নিষ্পাপ

১৪। কোনটি সঠিক?
ক) বিদেশি শব্দে ষ হয় না খ) খাঁটি বাংলা শব্দে ষ হয় না
গ) সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়ে ষ হয় না √ঘ) সবগুলোই সঠিক

১৫। কোনগুলি ষত্ব বিধানের উদাহরণ?
ক) পোশাক, মাস্টার খ) করিস, দেশি √গ) আষাঢ়, ঊষা ঘ) ঊষা, করিস

১৬। ‘মাণিক্য’ শব্দটি গঠিত হয়েছে কীভাবে?
ক) ষত্ব বিধান মতে খ) ণত্ব বিধান মতে
√গ) স্বভাবতই ণ-এর মতে ঘ) ষত্ব ও ণত্ব উভয় মতে

১৭। নিচের কোন শব্দে ণ এর ভুল প্রয়োগ রয়েছে?
ক) চাণক্য খ) মাণিক্য গ) গণ √ঘ) ক্রন্দণ

১৮। নিচের কোন বানানটি শুদ্ধভাবে লেখা হয়েছে?
ক) মূর্ধণ্য খ) মুর্ধণ্য গ) মূর্ধ্যন্য √ঘ) মূর্ধন্য

১৯। কোন বানানটি শুদ্ধ?
ক) নিসুতী √খ) নিশুতি গ) নিষুতী ঘ) নিষুতি

২০। ণত্ব বিধান অনুসারে কোনটি সঠিক বানান?
ক) উত্তোরায়োণ খ) উত্তারায়ণ √গ) উত্তরায়ণ ঘ) উত্তরায়ন

২১। ণত্ব ও ষত্ব বিধি প্রযোজ্য হয় কোন ধরনের শব্দে?
ক) তদ্ভব খ) দেশি √গ) তৎসম ঘ) সবগুলোই

২২। ঋ, র, ষ-এর পরে কোনটি থাকলে তারপরের ন-টি ণ হয় না?
√ক) থ খ) হ গ) প ঘ) য

২৩। ণত্ব বিধি ও ষত্ব বিধি ব্যকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) শব্দতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) ধ্বনিতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব

২৪। ষত্ব বিধি হল-
ক) বাক্যের গঠনরীতি খ) পদক্রম
√গ) ষ-এর ব্যবহার বিধি ঘ) শব্দের ব্যুৎপত্তি নির্ণয়

২৫। নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়-
√ক) তূণ খ) লক্ষণ গ) অর্পণ ঘ) ভীষণ

২৬। কোন শব্দে ণ-এর ব্যবহার রয়েছে?
ক) চিহ্ন খ) অন্ন গ) যত্ন √ঘ) তৃষ্ণা

২৭। কোন ধরনের শব্দে কখনোই ষ হবে না?
ক) তৎসম √খ) বিদেশি গ) তদ্ভব ঘ) অর্ধ-তৎসম

২৮। ব্যাকরণের কোন নিয়মে গঠিত শব্দের বানানে ণ বর্জন করতে হবে?
ক) সন্ধি √খ) সমাস গ) প্রত্যয় ঘ) কোনোটি নয়

২৯। ঋ, র, ষ-এর পরে সাধারণত কোনটি বসে?
√ক) ণ খ) ন গ) ন্য ঘ) ন্ন

৩০। নিচের কোন শব্দে ‘ণ’ এর ব্যবহার সঠিক হয়েছে?
ক) আহ্নিক খ) চিহ্ন গ) মধ্যহ্ণ √ঘ) প্রাহ্ণ

৩১। কোন বর্গের বর্ণের সঙ্গে কোনোভাবেই ণ যুক্ত হবে না?
ক) চ-বর্গ খ) ট-বর্গ √গ) ত-বর্গ ঘ) প-বর্গ

৩২। ‘ত্রিনয়ন’ বানানে ণ হবে না কেন?
ক) অতৎসম শব্দ বলে খ) ত-বর্গের পরে আছে বলে
√গ) সমাসবদ্ধ পদ বলে ঘ) সবগুলোই সঠিক

৩৩। কোন কোন বর্ণের সঙ্গে যুক্ত-স ‘ষ’ হয়ে যাবে?
ক) ঋ, র খ) র, ক
√গ) ট, ঠ ঘ) ঋ, ষ

৩৪। কোনটিতে ষত্ব বিধান লঙ্ঘিত হয়েছে?
√ক) পরিস্কার খ) বিষণ্ন গ) নিষ্ফল ঘ) কল্যাণীয়েষু

৩৫। কোন ধরনের উপসর্গের পরে ষ বসে?
ক) তৎসম উপসর্গের পর √খ) উ-কারান্ত উপসর্গের পর
গ) আ-কারান্ত উপসর্গের পর ঘ) খাঁটি বাংলা উপসর্গের পর