ছাগল কেন ‘ছাগোল’ নয়? পাগল কেন ‘পাগোল’ নয়?

‘গোরু’ বানানটি আরও বেশ কয়েকটি মজার প্রশ্ন উসকে দিয়েছে। এ-রকমই দুটো প্রশ্নের সমাধান আজ খুঁজবো। চলুন, শিখে নেওয়া যাক।

ছাগল কেন ‘ছাগোল’ নয়?
‘ছাগল’ শব্দটির বিশ্লেষণ হলো, ‘ছগল + অ’। প্রকৃতি-প্রত্যয়ের নিয়মানুসারে, প্রত্যয় যুক্ত হলে সাধারণভাবে প্রকৃতির শুরুর স্বরধ্বনি পরিবর্তিত হয়। এখানে শেষে অ-প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রকৃতি ‘ছগল’ এর শুরুর ‘ছ’ পরিবর্তিত হয়ে ‘ছা’ হয়েছে। কিন্তু ‘গ’ রয়েছে শব্দটির মধ্যখানে। তাই এই ‘গ’টি পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফলে এ বানানটি কোনোভাবেই ‘ছাগোল’ হবে না।

পাগল কেন ‘পাগোল’ নয়?
‘পাগল’ শব্দটির বিশ্লেষণ হলো, ‘পা + √গল্ + অ’। দেখা যাচ্ছে, এ শব্দটি তৈরি হয়েছে ‘গল্’ ধাতু থেকে। যেহেতু এর মূলটিতেই ‘গল্’ রয়েছে (‘গোল্’ নয়), তাই এই ‘গ’টির ‘গো’ হওয়ার কোনো সুযোগ নেই। ফলে এ বানানটি কোনোভাবেই ‘পাগোল’ হবে না।