কুল বনাম কূল

কূল:
‘কূল’ অর্থ- তীর, আশ্রয়, সীমা।
উদাহরণ: নদীর কূল (তীর)। অকূলের কূল (আশ্রয়)। দুঃখের কূল নেই (সীমা)।

এ তিনটি ক্ষেত্র ছাড়া আর সকল ক্ষেত্রেই ‘কুল’ ব্যবহৃত হবে।
উদাহরণ: কুলমান সবই গেল (বংশ)। প্রাণিকুল (বহুবচন)। কুল খেতে দারুণ লাগে (বরই)।

আরও উদাহরণ: আকুল, ব্যাকুল, শোকাকুল।
দ্রষ্টব্য: ‘প্রতিকূল’ ও ‘অনুকূল’ বানানেও ‘কূল’ হবে। কেননা এদের আক্ষরিক অর্থ যথাক্রমে ‘কূলের (তীরের) বিপরীত’ ও ‘কূলের (তীরের) দিকে’। তবে ‘প্রতিকূল’ শব্দটির ভাবার্থ- বিরুদ্ধ বা শত্রুভাবাপন্ন, এবং ‘অনুকূল’ শব্দটির ভাবার্থ- সহায় বা সদয়।