কর্ম বনাম ক্রিয়া

কর্ম ও ক্রিয়া চিনতে পারাটা ব্যাকরণ বোঝার জন্য খুব প্রয়োজন। কেননা ক্রিয়াপদ, কারকসহ ব্যাকরণের অনেক বিষয় বুঝতে গেলে কর্ম ও ক্রিয়া ঠিকঠাক চিনতে পারাটা আবশ্যক।

কর্ম ও ক্রিয়ার মধ্যে আমাদের দ্বিধার মূল কারণটি হচ্ছে- সাধারণভাবে কর্ম বলতে আমরা ‘কাজ’ বুঝি, আবার ‘ক্রিয়া’ অর্থও ‘কাজ’। অপরদিকে, আমাদের বাংলা অভিধানগুলোতেও এ দুটি শব্দের অর্থ একই। অর্থাৎ কর্ম ও ক্রিয়া দুটো শব্দের অর্থই ‘কাজ’।

কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন।
এক কথাতেই এর সমাধান করে নেয়া যাক।

মনে রাখতে হবে: কাজ বোঝালে ক্রিয়া হয়। অপরদিকে, ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায়, সেটাই কর্ম।

উদাহরণ ও ব্যাখ্যা:
ক. বাবা আমাকে একটি কলম দিলেন।
এ বাক্যে কাজ কোনটি? ‘দিলেন’। অর্থাৎ এখানে ‘দিলেন’ হচ্ছে ক্রিয়া।
এখন এই ‘দিলেন’কে প্রশ্ন করা যাক।
কী দিলেন? কলম।
কাকে দিলেন? আমাকে।
সুতরাং ওপরের বাক্যে ‘কলম’ ও ‘আমাকে’- এ দুটি হচ্ছে কর্ম।

খ. নাসিমা নাসিমকে ফুল দিলো।
এ বাক্যে কাজ কোনটি? ‘দিলো’। অর্থাৎ এখানে ‘দিলো’ হচ্ছে ক্রিয়া।
এবার ‘দিলো’কে কী/কাকে দ্বারা প্রশ্ন করা যাক।
কী দিলো? ফুল।
কাকে দিলো? নাসিমকে।
সুতরাং এখানে ‘ফুল’ ও ‘নাসিমকে’ হচ্ছে কর্ম।