কখন ‘ই’, কখন ‘য়’?

ক্রিয়াপদের শেষে ‘ই’ ও ‘য়’-এর ব্যবহারে হরহামেশাই ভুল করতে দেখা যায়। এর খুব সহজ সমাধান আছে। চলুন শিখে নিই।

নিয়ম ও উদাহরণ:
১. উত্তম পুরুষ ‘আমি’/‘আমরা’-এর পরে ক্রিয়ার সঙ্গে ‘ই’ যুক্ত হবে।
যেমন: আমি খাই। আমরা যাই।
২. নাম পুরুষ ‘সে’/‘তারা’-এর পরে ক্রিয়ার সঙ্গে ‘য়’ যুক্ত হবে।
যেমন: সে খায়। তারা যায়।
৩. কোনো ব্যক্তির নাম থাকলে ক্রিয়ার শেষে ‘য়’ ব্যবহৃত হবে।
যেমন: রহিম খায়। করিম যায়।