‘এখনই’, না-কি ‘এখনি’?

নিশ্চয় বোঝাতে বা শব্দে জোর প্রয়োগ করতে ‘ই’-কে কার-চিহ্ন আকারে লেখা যাবে না; পূর্ণবর্ণ আকারে আগের বর্ণের সঙ্গে যুক্ত করে লিখতে হবে।

উদাহরণ ও ব্যাখ্যা:
১. কাজটি আজই করতে হবে।
২. এখনই পড়তে বসো।
এ দুটি বাক্যে শব্দে জোর প্রয়োগ করা হচ্ছে। সে কারণে ‘ই’-কে কার-চিহ্ন আকার (আজি, এখনি) লেখা যাবে না। পূর্ণবর্ণ আকারে যুক্ত করে (আজই, এখনই) লিখতে হবে।

দ্রষ্টব্য: কবিতায় ‘আজি’ শব্দটি ‘আজ’ অর্থে ব্যবহৃত হয়; ‘নিশ্চয়’ বোঝাতে নয়। নিশ্চয় অর্থে বা জোর প্রয়োগ বোঝাতে ‘আজই’ লিখতে হবে।