আলি/আমি থাকলেই ই-কার

শব্দের শেষে ‘আলি’ বা ‘আমি’ প্রত্যয় যুক্ত হলে সেখানে ই-কার (ি) ব্যবহৃত হবে।

উদাহরণ বিশ্লেষণ:
শেষে ‘আলি’-যুক্ত শব্দ:
বর্ণালি (বর্ণ + আলি), স্বর্ণালি (স্বর্ণ + আলি), সোনালি (সোনা + আলি), রুপালি (রুপা + আলি), পুবালি (পুব + আলি), ঘটকালি (ঘটক + আলি), চতুরালি (চতুর + আলি)।

শেষে ‘আমি’-যুক্ত শব্দ:
পাগলামি (পাগল + আমি), চোরামি (চোর + আমি), ইতরামি (ইতর + আমি), বাঁদরামি (বাঁদর + আমি), ঘরামি (ঘর + আমি), জ্যাঠামি (জ্যাঠা + আমি)।