অনুস্বার বনাম ‘ঙ’

শব্দের শেষে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন: গাং, ঢং, পালং, রং, ব্যাং, সং, রাং।
তবে অনুস্বার-এর সঙ্গে স্বরধ্বনি (কার-চিহ্ন) যুক্ত হলে তা ‘ঙ’ হয়ে যাবে।
যেমন: রাঙা, রঙিন, রঙের, ঢঙের, ব্যাঙাচি, ভাঙা।

বিশেষভাবে লক্ষণীয়: যে-সব শব্দ সন্ধির নিয়মে গঠিত নয়, সে-সব শব্দের মধ্যে অনুস্বার বসবে না, ‘ঙ’ বসবে।
উদাহরণ: অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

সন্ধির নিয়মে অনুস্বারের ব্যবহার জানতে পারবেন এখানে

দ্রষ্টব্য: ‘বাংলা’ ও ‘বাংলাদেশ’ শব্দে অনুস্বার থাকবে। এ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এখানে