‘য়’-এর আগের বর্ণের সঙ্গে আ-কার বাদে অন্য কোনও কার-চিহ্ন যুক্ত থাকলে উক্ত ‘য়’-কে
‘য়ো’-রূপে উচ্চারণ করতে হবে।
যেমন: বিধেয়। এখানে ‘য়’-এর আগের বর্ণের সঙ্গে এ-কার যুক্ত আছে। তাই এখানে ‘য়’-এর উচ্চারণ ‘য়ো’-এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘বিধেয়ো’ (‘বিধেই’ নয়)।
আরও উদাহরণ:
জলীয় (জোলিয়ো), পানীয় (পানিয়ো), প্রান্তীয় (প্রান্ তিয়ো), কেন্দ্রীয় (কেন্ দ্রিয়ো), নির্ণেয়
(নির্ নেয়ো), হেয় (হেয়ো), প্রিয় (প্রিয়ো), ম্রিয়মাণ (ম্রিয়োমান্), জাতীয় (জাতিয়ো), বন্দনীয় (বন্
দোনিয়ো), নিন্দনীয় (নিন্ দোনিয়ো), মানবীয় (মানোবিয়ো), করণীয় (করোনিয়ো), পেয়
(পেয়ো)।