‘শীতাতপ’, না-কি ‘শীততাপ’?

অনেকেরই ধারণা- শব্দটি আসলে ‘শীততাপ’। এ ধারণার পেছনে একটি কারণ সম্ভবত এই যে, ‘শীত’ ও ‘তাপ’ দুটোই অর্থবোধক শব্দ। কিন্তু প্রকৃত ব্যাপারটা কি তা-ই? চলুন শিখি।

প্রকৃতপক্ষে শব্দটির শুদ্ধ বানান হচ্ছে ‘শীতাতপ’।
বিশ্লেষণ: শীত+আতপ।
অর্থ: শীত ও গ্রীষ্ম, শৈত্য ও উষ্ণতা।
ব্যাখ্যা: ‘শীতাতপ’ বলতে মূলত ‘শীতলতা ও উষ্ণতা’ বোঝায়। এখানে ‘শীত’ শব্দটি দ্বারা শীতলতা বোঝাচ্ছে; অপরদিকে ‘আতপ’ শব্দটির আভিধানিক অর্থ হলো ‘সূর্যের তাপ বা রৌদ্র’। অর্থাৎ ‘আতপ’ দ্বারা উষ্ণতা বা গরম ভাবকে বোঝাচ্ছে।

‘শীততাপ’ কেন ভুল?
এখানে ‘শীত’ দ্বারা শীতলতাকে বোঝাচ্ছে ঠিক, তবে ‘তাপ’ দ্বারা উষ্ণতা বোঝাচ্ছে না। কেননা উষ্ণতা (গরম) যেমন তাপ, শীতলতাও এক ধরনের তাপ। অর্থাৎ ‘তাপ’ শব্দটি দ্বারা উষ্ণতা ও শীতলতা দুটোই বোঝায়। এর মানে হলো- এ শব্দটিতে ব্যবহৃত ‘শীত’ একটি বাহুল্য; কেননা ‘তাপ’ শব্দটির অর্থের মধ্যেই ‘শীত’ ও ‘উষ্ণতা’ দুটোই রয়েছে।

সুতরাং ‘শীতাতপ নিয়ন্ত্রিত’-কে আমরা চাইলে ‘তাপ নিয়ন্ত্রিত’ও বলতে পারি, কিন্তু কোনোভাবেই ‘শীততাপ নিয়ন্ত্রিত’ বলা যাবে না।