শব্দের শেষে ‘ত’ বা ‘ইত’ প্রত্যয় যুক্ত থাকলে উক্ত ‘ত’-কে ও-কারযোগে উচ্চারণ করতে হবে।
যেমন: আমন্ত্রিত। এখানে শব্দের শেষে ‘ত’ প্রত্যয় যুক্ত আছে। তাই এখানে ‘ত’-এর উচ্চারণ ও-কারযোগে ‘তো’ এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘আমোন্ ত্রিতো’ (‘আমোন্ ত্রিত্’ নয়)।
আরও উদাহরণ:
আবির্ভূত (আবির্ ভুতো), সংকলিত (শঙ্ কোলিতো), সংকুচিত (শঙ্ কুচিতো), দুর্গত (দুর্
গতো), সমুন্নত (শমুন্ নতো), কুসুমিত (কুশুমিতো)।