উপপদ তৎপুরুষ সমাসের সমস্তপদের শেষে ‘জ’, ‘দ’, ‘প’ থাকলে তা ও-কারযোগে যথাক্রমে ‘জো’, ‘দো’, ‘পো’-এর মতো উচ্চারিত হবে।
যেমন: জলজ। এটি উপপদ তৎপুরুষ সমাসের সমস্তপদ এবং শব্দটির শেষে ‘জ’ আছে। তাই এখানে ‘জ’-এর উচ্চারণ ও-কারযোগে ‘জো’ এর মতো হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘জলোজো’ (‘জলোজ্’ নয়)।
আরও উদাহরণ:
মনোজ (মনোজো), আত্মজ (আত্ তোঁজো), অগ্রজ (অগ্ গ্রোজো), জলদ (জলোদো), করদ (করোদো), দ্বিপ (দিপো), মধুপ (মোধুপো), অনুপ (অনুপো)।
ব্যতিক্রম: পঙ্কজ (পঙ্ কোজ্), নীরদ (নিরদ্)।