‘দ্বিত্ব’ শব্দের অর্থ- দুইবার প্রয়োগ। শব্দের মধ্যে একই বর্ণ একসঙ্গে দুইবার উচ্চারণ করলে সেটাকেও দ্বিত্ব (বর্ণদ্বিত্ব) বলে।
কিছু বছর আগেও বাংলা শব্দের বানানের ক্ষেত্রে রেফ-এর পরের বর্ণটি দুইবার লেখা হতো।
যেমন: অর্জ্জন (জ্ + জ), কার্য্য (য্ + য) সূর্য্য (য্ + য), ধৈর্য্য (য্ + য), সৌন্দর্য্য (য্ + য), জোয়ার্দ্দার (দ্ + দ), কর্ম্ম (ম্ + ম)।
কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী, রেফ-এর পরের বর্ণটি দুইবার লেখা যাবে না। অর্থাৎ ওপরের শব্দগুলোর শুদ্ধ রূপ হবে যথাক্রমে অর্জন, কার্য, সূর্য, ধৈর্য, সৌন্দর্য, জোয়ার্দার, কর্ম।
দ্রষ্টব্য: ‘দৈর্ঘ্য’ বানানটি সঠিক। কেননা এখানে রেফ-এর পরের বর্ণ ‘ঘ’ দ্বিত্ব (ঘ্ + ঘ) হয়নি; সেখানে ‘ঘ্ + য’ হয়েছে।