অনুচ্ছেদটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও (০১-০৫):
বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক, কষ্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, “সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য।”
০১. অনুচ্ছেদটিতে ব্যবহৃত ‘নৈয়ায়িক’ শব্দের সমার্থক শব্দ-
ক. ন্যায়বান খ. ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
গ. ধার্মিক ঘ. বস্তুনিষ্ঠ
০২. ‘কষ্মিনকালে’ শব্দের অর্থ কী?
ক. কোনো সময়ে খ. হঠাৎ
গ. কখনোই না ঘ. সবসময়
০৩. ‘সুবিচারক’ এবং ‘সুতার্কিক’ শব্দদ্বয়ে ‘সু’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উৎকৃষ্ঠ খ. উত্তম
গ. সুন্দর ঘ. কোনোটিই নয়
০৪. ‘কর্তব্য’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
ক. প্রাতিপদিক খ. বিভক্তি
গ. অনুসর্গ ঘ. প্রত্যয়
০৫. ‘পূর্ণচ্ছেদ’ চিহ্ন কোনটি?
ক. ? খ. ! গ. । ঘ. ,
০৬. ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?
ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. গদ্যছন্দ
০৭. ‘যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে’-
ক. প্রোষিতভর্তৃকা খ. প্রোষিতভর্তৃক
গ. স্বয়ংবরা ঘ. কৃতদার
০৮. ‘আ’ ধ্বনি উচ্চারণের সময়-
ক. সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত হয়। খ. কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত হয়।
গ. পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত হয়। ঘ. কেন্দ্রীয় ওষ্ঠাধর সংবৃত হয়।
০৯. ‘He has no business to say that’-
ক. সেটি বলার কোনো অধিকার তার নেই
খ. ঐ ব্যবসা করার কথা তার নয়
গ. সেটি বলার কোনো অবস্থা তার নেই
ঘ. সেটি বলার কোনো ক্ষমতা তার নেই
১০. কোলন চিহ্ন কোনটি?
ক. ঃ খ. ঃ- গ. : ঘ. ;
১১. ‘লালসালু’ উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য কে চেষ্টা করেছিল?
ক. মোদাব্বের খ. খালেক ব্যাপারী
গ. দুদু মিঞা ঘ. আক্কাস
১২. ‘আকাল’ কার সম্পাদিত গ্রন্থ?
ক. অমিয় চক্রবর্তী খ. সুকান্ত ভট্টাচার্য
গ. শামসুল হক ঘ. হুমায়ূন আহমেদ
১৩. ‘সেই অস্ত্র’ কবিতার প্রতিপাদ্য হলো-
ক. মানুষের ভিতরের শক্তিকে জাগ্রত করা
খ. মানুষের বিবেকবোধ জাগ্রত করা
গ. মানুষকে মানবিক হতে উদ্বুদ্ধ করা
ঘ. ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে শেখা
১৪. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দের জন্য প্রযোজ্য?
ক. দেশি শব্দ খ. বিদেশি শব্দ
গ. তদ্ভব শব্দ ঘ. তৎসম শব্দ
১৫. ‘ষোড়শ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ষট্ + অশ খ. ষট্ + দশ
গ. ষট + অশ ঘ. ষড্ + দশ
১৬. ‘ব্যাকরণ’ শব্দটি হলো-
ক. তদ্ভব খ. দেশি
গ. বিদেশি ঘ. সংস্কৃত
১৭. কীসের চেয়ে বড় মন্দির-কাবা নাই?
ক. মানবের খ. হৃদয়ের
গ. মগজের ঘ. মযুরার
১৮. কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছেন?
ক. মধুসূদন দত্ত খ. ফররুখ আহমেদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. নজরুল ইসলাম
১৯. রাবণের মাকে কী নামে অভিহিত করা হয়?
ক. রাবণি খ. নিকষা
গ. বিধু ঘ. সুমিত্রা
২০. ‘শূদ্র’-এর স্ত্রী লিঙ্গ কোনটি?
ক. শূদ্রাণী খ. শূদ্রা
গ. শূদ্রনী ঘ. শূদ্রী
২১. ‘Key Note’-এর বাংলা পরিভাষা-
ক. মূলভাব খ. চাবিকাঠি
গ. পাদটীকা ঘ. গুরুত্বপূর্ণ
২২. ‘রাত্রির অবসানে সূর্যের উদয় হয়।’ বাক্যটি কোন ধরনের?
ক. জটিল বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. মিশ্র বাক্য
২৩. ‘ঘুঘু চরানো’ শব্দের অন্তর্নিহিত অর্থ কী?
ক. অধিকতর বিপদ খ. অলীক বস্তু
গ. মূলোচ্ছেদ করা ঘ. সর্বনাম করা
২৪. ‘কেমিস্ট্রির’ লেকচারার কে?
ক. নুরুল হুদা খ. ইসহাক মিয়া
গ. আফাজ আহমদ ঘ. আকবর সাজিদ
২৫. একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ-
ক. অতিশয় খ. নিরাপরাধ
গ. প্রবেশ ঘ. আকার
Answer Key to Memory Test – 1 (B/D Unit Bangla)
০১ | খ | ০২ | ক | ০৩ | খ | ০৪ | ঘ | ০৫ | গ | ০৬ | খ | ০৭ | গ | ০৮ | ক | ০৯ | ক | ১০ | গ |
১১ | ঘ | ১২ | খ | ১৩ | ঘ | ১৪ | ঘ | ১৫ | খ | ১৬ | ঘ | ১৭ | খ | ১৮ | গ | ১৯ | খ | ২০ | খ |
২১ | ক | ২২ | গ | ২৩ | গ | ২৪ | ক | ২৫ | খ |