জন্ম-পরিচয়:
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান: যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রাম।
পিতৃ-পরিচয়:
পিতা: মহামতি মুনশী রাজনারায়ণ দত্ত।
মাতা: জাহ্নবী দেবী।
শিক্ষাজীবন:
কলকাতায় লালবাজার গ্রামার স্কুল, পরে হিন্দু কলেজে ভর্তি হন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন।
কর্মজীবন:
প্রথম জীবনে আইন পেশায় জড়িত হলেও পরবর্তীকালে জীবিকা নির্বাহ করেন লেখালেখি করে।
সাহিত্য কর্ম:
নাটক: শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন (অসমাপ্ত), কৃষ্ণকুমারী (১৮৬১)।
কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০), বীরাঙ্গণা (১৮৬২, পত্রকাব্য) ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)।
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
শ্রেষ্ঠ দান: অমিত্রাক্ষর ছন্দ।
শ্রেষ্ঠ কীর্তি: মেঘনাদবধ কাব্য (১৮৬১)
গদ্যকাব্য: হক্টরবধ (অসমাপ্ত)
প্রথম কাব্য: The Captive Ladie (১৮৪৯)
প্রথম নাটক: শর্মিষ্ঠা (১৮৫৮)
উপাধি/খেতাব:
আধুনিক বাংলা কবিতার জনক।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
মৃত্যু: ২৯ জুন, ১৮৭৩।
সমাধি: কলকাতার লেয়ার সার্কুলার রোড।