ব্যাকরণের একটি ক্ষেত্রে প্রায়শই আমরা দ্বিধায় পড়ে যাই। সেটি হচ্ছে- বিশেষ্য ও বিশেষণ পদ চিহ্নিত করা।
এর একটি অন্যতম কারণ হচ্ছে, কোনো একটি পদকে চিরদিন ‘বিশেষ্য’ বা চিরদিন ‘বিশেষণ’ বলার সুযোগ নেই।
অর্থাৎ একই পদ কখনো বিশেষ্য, আবার কখনো বিশেষণরূপে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা কীভাবে এটি আলাদাভাবে চিহ্নিত করবো? সেটিই শিখবো এখানে।
আমরা নিশ্চয় জানি যে-কোনো ব্যক্তি, বস্তু, অনুভূতি ইত্যাদির নাম বোঝালেই বিশেষ্য পদ হয়। অপরদিকে, কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে যে পদ ব্যবহৃত হয়, সেটিই বিশেষণ।
এখন আমরা একটি পদ নিয়ে চিন্তা করি।
যদি বলা হয়, ‘ভালো’ কোন পদ?
নির্দ্বিধায় আমরা উত্তর করে দিই যেহেতু ‘ভালো’ একটি গুণ। তার মানে, এটি নিশ্চয় বিশেষণ পদ।
মজার বিষয় হলো, এ কথাটি সকল ক্ষেত্রে সঠিক নয়। ‘ভালো’ বিশেষ্য পদরূপেও ব্যবহৃত হতে পারে। কীভাবে? চলুন, উদাহরণ দিয়ে বোঝা যাক।
ক. সে ভালো ছেলে।
এ বাক্যে ‘ভালো’ পদটি দ্বারা নিশ্চয় গুণ বোঝাচ্ছে (সে ছেলে হিসেবে কেমন?)। তাই এখানে এটি বিশেষণ পদ।
খ. আপন ভালো সবাই বোঝে।
এ বাক্যে ‘ভালো’ দ্বারা কি কারও গুণ বোঝাচ্ছে? এখানে ‘ভালো’ দ্বারা কি কোনো ব্যক্তি/বস্তুকে উত্তম (good) বলা হচ্ছে? না, এ বাক্যের ‘ভালো’টি কারও দোষ-গুণ বোঝাচ্ছে না।সুতরাং এখানে এটি বিশেষ্য পদ হবে।
এ রকম আরও কিছু উদাহরণ:
১. মন্দ কথা বলতে নেই। (কেমন কথা? ‘মন্দ’ কথা। তাই এখানে ‘মন্দ’ বিশেষণ পদ।) এখানে কী মন্দটা তুমি দেখলে? (এখানে ‘মন্দ’ বিশেষ্য পদ।)
২. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। (কেমন প্রচেষ্টা? ‘পুণ্য’ প্রচেষ্টা। তাই এখানে ‘প্রচেষ্টা’ বিশেষণ পদ।)
পুণ্যে মতি হোক। (এখানে ‘পুণ্যে’ বিশেষ্য পদ।)
৩. নিশীথ রাতে বাজছে বাঁশি। (কেমন রাত? ‘নিশীথ’ রাত। তাই এখানে ‘নিশীথ’ বিশেষণ পদ।)
আজ নিশীথে হবে দেখা। (এখানে ‘নিশীথে’ বিশেষ্য পদ।)
৪. সত্য পথে থেকে সত্য কথা বলো। (কেমন পথ? ‘সত্য’ পথ। কেমন কথা? ‘সত্য’ কথা। সুতরাং এখানে দুটো ‘সত্য’ই বিশেষণ পদ।)
এ এক বিরাট সত্য। (এখানে‘সত্য’ বিশেষ্য পদ।)
তাহলে কী দাঁড়ালো?
সহজ কথায়- বিশেষণ খুঁজতে হলে ‘কেমন’ দিয়ে প্রশ্ন করতে হবে।
আরেকটি উদাহরণ দেখা যাক।
সুন্দরমাত্রই সকলকে আকর্ষণ করে।
আমাদের বলতে হবে এ বাক্যে ‘সুন্দর’ কোন পদ?
এখন দেখুন, এ বাক্যে ‘কেমন’ দিয়ে কাওকে প্রশ্ন করা যায়? আবার, প্রশ্ন করলেও কি তার উত্তরে ‘সুন্দর’কে পাওয়া যায়?
প্রশ্ন করে দেখা যাক: কেমন সকলকে? কেমন আকর্ষণ? কেমন করে?
কোনো প্রশ্নের উত্তরেই ‘সুন্দর’কে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে ‘সুন্দর’ কোন পদ?
ঠিক ধরেছেন। এ বাক্যে ‘সুন্দর’ একটি বিশেষ্য পদ।